বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধি,জানাল সিএবি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন ঋদ্ধিমান সাহা। তিনি যে বাংলা দলের হয়ে খেলবেন না এটাই ঋদ্ধিমান সাহার চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার সকালে বাংলা দলের হোয়াটসঅ‍্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। না,কোচ অরূণ লালের ফোনেও কাজ হল না।
এদিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন,“আমরা চেয়েছিলাম ঋদ্ধিমান বাংলার হয়ে রঞ্জি নকআউটে খেলুক। সেই কথা ঋদ্ধিকে বলেওছিলাম। তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন না।” অরূণ লাল জানান,”ওর এই সিদ্ধান্তটা মানতে পারছি না। খারাপ লাগছে।”

বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির নক আউট পর্ব শুরু ৬ জুন। বাংলা দল শুক্রবারই বেঙ্গালুরু যাচ্ছে। তার আগে বেঙ্গালুরুতে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
এদিকে, ঋদ্ধিমানের পরিবর্তে শাকির হাবিব গাঁধীকে দলের সঙ্গে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবারের রঞ্জির গ্রুপ লিগে হাবিব উইকেটের পিছনে ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সিএবির যুগ্মসচিব দেবব্রত দাস ঋদ্ধিমানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও সিএবির অন্দর মহলে ঋদ্ধিকে নিয়ে নানান নোংরা রাজনীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। ঋদ্ধির একটাই দাবি ছিল, দেবব্রতকে ক্ষমা চায়তে হবে। সেটা না হওয়ায় বাংলা দলের হয়ে না খেলার সিদ্ধান্তে অটল থাকলেন ঋদ্ধিমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here