বাংলার বুকে প্রথম তৈরি হল ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পশ্চিমবঙ্গের ব‍্যাডমিন্টন জগতে এতদিন যা হয়নি এবার সেটাই করে দেখালেন ক্রীড়া প্রশাসক শেখর বিশ্বাস। দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভিতে প্রমাণ সাইজের ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমি গড়ে তুললেন শেখর বিশ্বাস। প্রায় ১৯ হাজার স্কোয়ার ফিটের জায়গায় তৈরি হয়েছে ঝকঝকে ‘স্টার ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমি’।
যার খরচ আনুমানিক ১০ কোটি টাকা। মূলত শেখরবাবু ও তাঁর ছেলে অভিক বিশ্বাসের নতুন সংস্থা এ.কে স্পোর্টস অ‍্যান্ড ইভেন্ট ম‍্যানেজমেন্ট এই অ‍্যাকাডেমি গড়ে তুলেছে।

মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে নতুন এই অ‍্যাকাডেমির নাম ঘোষণা করা হল। প্রসঙ্গত উল্লেখ্য, এই অ‍্যাকাডেমিকে অনুমোদন দিয়েছে রাজ‍্য ব‍্যাডমিন্টন সংস্থা। সভাপতি উষানাথ গাঙ্গুলি বলেন,”এত ভাল মানের অ‍্যাকাডেমি পশ্চিমবঙ্গে এই প্রথম। পূর্ব ভারতে এত ভাল ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমি নেই। যে পরিকাঠামো আছে তাতে অনায়াসে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করার যোগ‍্যতা এই স্টার ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমি’-র আছে। ৬টি উডেন ব‍্যাডমিন্টন কোর্ট আছে। রয়েছে উন্নতমানের জিমনাসিয়াম।

গোপীচাঁদ

এই অ‍্যাকাডেমি হল রেসিডেন্সিয়াল। ৬০ জন শিক্ষার্থীর থাকা-খাওয়ার ব‍্যবস্থা আছে। আরও ভাল খবর হল,এই অ‍্যাকাডেমির সঙ্গে ৫ বছরের জন‍্য চুক্তি করেছেন পুলেল্লা গোপীচাঁদ। শেখর বিশ্বাস জানালেন,”গোপীচাঁদের নেতৃত্বেই পুরো কোচিং করানো হবে। তিনি মাঝে মধ‍্যে আসবেন। কলকাতা থেকে চারজন কোচকে হায়দরাবাদে নিয়ে গিয়ে নিজের অ‍্যাকাডেমিতে ট্রেনিং করানো হবে। পরে সেই কোচ স্টার ব‍্যাডমিন্টন অ‍্যাকাডেমিতে এসে কোচিং করাবেন।”

আগামী শনিবার দুপুর দুটোর সময় হরিনাভিতে এই অ‍্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলেল্লা গোপীচাঁদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here