বাংলার তিন অলিম্পিয়ানের বাবা-মায়েরা সংবর্ধিত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২২ জুলাই : ধাপে ধাপে ওঁরা নিজেদের তৈরি করেছেন। একটা লক্ষ‍্য নিয়ে শুরু করেছিলেন। কিন্তু শুরুর পথটা ছিল নানান প্রতিবন্ধকতায় ভরা। অবশেষে টোকিও অলিম্পিকের মতো মেগা ইভেন্টে পৌঁছে গিয়েছেন বাংলার তিন কৃতি খেলোয়াড় – অতনু দাস (তীরন্দাজ), প্রণতি নায়েক (জিমন‍্যাস্ট) ও সুতীর্থা মুখার্জি (টেবল টেনিস)।

এদের এত দুর পৌঁছনোর পিছনে নীরব ভূমিকা আছে তাদের বাবা-মায়ের। অথচ এই কৃতি খেলোয়াড়দের বাবা-মায়েদের কথা ভাবা হয় না, কেউ মনে রাখে না। তবে হ‍্যাঁ, মনে রেখেছেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি। এবারের অলিম্পিক শুরু হওয়ার একদিন আগে,আজ বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে বাংলা থেকে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া তিন কৃতি খেলোয়াড়ের তিন বাবা-মাকে সংবর্ধনা জানাল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া শাখা।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন অতনু দাস, সুতীর্থা মুখার্জি ও প্রণতি নায়েকের বাবা-মায়েরা। সংস্থার পক্ষ থেকে বাবা-মায়েদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ছাড়াও বেশ কিছু উপহার। পিংলা থেকে এসেছিলেন শ্রীমন্ত নায়েক। একটা সময় বাস চালাতেন। অভাবের সংসার। জিমন‍্যাস্টিক্স করার জন‍্য মেয়ের জন‍্য একদিন বাঁশ দিয়ে বার তৈরি করে দিয়েছিলেন। পরে আট বছর বয়সে কলকাতায় এসে তালিম নেন সাইয়ের কোচ মিনারা বেগমের কাছে। প্রণতির এমন দিন গিয়েছে কলকাতায় যে বাড়িতে থাকতেন সেই বাড়ির কাজও করতে হয়েছে। সব কিছু মুখ বুজে সহ‍্য করে নিজের লক্ষ‍্যে অবিচল থেকেছেন পিংলার মেয়ে প্রণতি। আর নীরবে মেয়েকে মানসিক শক্তি জুগিয়েছেন তাঁর বাবা-মা। গলি থেকে রাজপথে পৌঁছনোর এমন কঠিন বাস্তব ঘটনা আমরা কয়জন জানি?

“ছেলে-মেয়ে যত সাফল‍্যই পাক না কেন, এর পিছনে বিরাট ভূমিকা থাকে বাবা-মায়ের। আমার মনে হয়েছে তাঁদেরও সম্মান প্রাপ‍্য। সেটা মাথায় রেখেই সর্ব ভারতীয় তৃণমূল ক্রীড়া শাখার পক্ষ থেকে এই সংবর্ধনার ব‍্যবস্থা করেছি। ওঁদের সম্মান জানাতে পেরে ভাল লাগছে।” বলছিলেন এই সংস্থার চেয়ারম‍্যান ও বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ,মেহেতাব হোসেন, সঞ্জয় মাঝি, রাজ‍্য টেবল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, তুষার শীল, অরূপ বৈদ‍্য। পরে অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। বাংলার তিন কৃতি খেলোয়াড়ের বাবা-মায়েদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here