ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অকাল প্রয়াণ বাংলার তরুণ ক্রিকেটারের। মাত্র ২৮ বছর বয়স। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার আসিফ হোসেনের। জানা যায়, কলকাতার বাইরে আছেন তার বাবা মা। দুই ভাই এক সঙ্গে থাকতেন। ভাই নাকি চিকিৎসক পড়ুয়া। এদিন বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আসিফকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসতে নাকি একটু দেরিই হয়েছিল। হয়তো চলে যাওয়ার সময় হলে এমনটাই হয়। কোনও ভাবেই আটকে রাখা যায় না। আসিফের মৃত্যুতে ময়দানে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রসঙ্গত আসিফ ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। গত বছর এরিয়ানে খেলেছিলেন। এই বছর স্পোর্টিং ইউনিয়নে সই করেছিলেন। বয়স ভিত্তিক বাংলা দলের হয়ে আসিফ খেলেছেন। অ্যাডামাস হাওড়ার হয়ে প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ৫৭ বলে ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। কয়েক বছর আগে অরুণাচল প্রদেশে ও মিজোরামেও খেলে এসেছেন। তাঁর স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা। সেই স্বপ্ন অধরাই থেকে গেল।