ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রতিবছরের মতোই এবারও ক্রিকেট মরসুমের আগেই অভিনব উদ্যোগ আম্পায়ার অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। আম্পায়ার, স্কোরার, অবজার্ভার, গ্রাউন্ডসম্যান থেকে সিএবি কর্তা, ক্রীড়া সাংবাদিকদের নিয়েই হয়ে গেল মেগা হেলথ চেক আপ ও রক্তদান শিবিরের আয়োজন করেছিল আম্পায়ার অ্যাসোসিয়েশন।
তবে গত বছরের থেকে এবার বড় আকারেই এই হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে শহরের মোট ১৪টি ডায়গনস্টিক সংস্থা ও নার্সিংহোম এই কাজে সামিল হয়েছিল।
বাংলার অ্যাম্পায়রদের এমন এক মহৎ উদ্যোগকে সহায়তা করেছে রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পযর্ন্ত এই হেলথ চেক আপ ও রক্তদান শিবির চলে।
একদিনের এই শিবিরে শুধু রক্তদান করা নয়, চোখের পরীক্ষা,হেয়ার টেস্টিং, নার্ভ ভেলোসিটি টেস্ট,হেপাটাইটিস বি সহ শরীরের একাধিক অংশের পরীক্ষা করা হয়। আর কিছু দিনের মধ্যেই স্থানীয় ক্রিকেট শুরু হবে। মরসুমের আগে আম্পায়ারদের এমন অভিনব উদ্যোগ প্রশংসনীয়।
বাংলার আম্পায়ার সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই শিবিরকে সহায়তা করতে এগিয়ে এসেছে সিএবি। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, সিএবি সচিব নরেশ ওঝা, প্রাক্তন কোষাধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক,বর্তমান কাউন্সিলর বিশ্বরূপ দে।
আম্পায়ার অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সচিব কনিষ্ক রায়চৌধুরী জানান,” গতবছরের থেকে এবার বেশি মানুষ এসেছেন। তবে টুর্নামেন্ট থাকায় মহিলা ক্রিকেটারদের অনেকেই আসতে পারেননি। আমরা প্রতি বছর এই শিবির করে থাকি। সিএবি ছাড়াও শহরের প্রতিষ্ঠিত নার্সিংহোম,ডায়গনিস্টিক সংস্থাগুলি এগিয়ে না এলে এই শিবির করা সম্ভব হত না।”