ইনসাইড স্পোর্টের প্রতিবেদন: ম্যাচে গোল পেলেন না নেইমার। কিন্তু ফুটবলে সব সময় কী গোলের হিসাব করলে চলে? গোল না পেলেও নেইমার গোটা ম্যাচে যেভাবে খেললেন তা ব্রাজিল সমর্থকদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শনিবার বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা দলের খেলা নিয়ন্ত্রণ করেছেন, খেলিয়েছেন ফিরমিনো-কুটিনহোদের। সব মিলিয়ে ঘরের মাঠে ম্যাচটাতে ব্রাজিল দুমড়ে-মুচড়ে দিয়েছে বলিভিয়াকে। তিতের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে।
সাও পাওলোতে ভারতীয় সময় শনিবার ভোরে এই ম্যাচটাতে নেইমারকে পাশে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছিলেন স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। লিভারপুলের জার্সিতে ফর্মহীন এই স্ট্রাইকার নেইমারের ছোঁয়ায় ফিরে পেলেন ফর্ম, করলেন জোড়া গোল। গোল করেছেন পিএসজির সেন্টারব্যাক মারকুইনহোস, বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কুটিনহো। বাকি একটি গোল বলিভিয়ার আত্মঘাতী।
ব্রাজিল, ফিরমিনো, নেইমার, বিশ্বকাপ ২০২০ কোয়ালিফায়ার