বর্ধমানে শুরু,সোনারপুরে শেষ হল কোচিং ‘সি’ লাইসেন্স পরীক্ষা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৩১ জানুয়ারি : অবশেষে শেষ হল ফুটবলের কোচিং ‘সি’ লাইসেন্স পরীক্ষা। আজ সোনারপুরে জ‍্যোতির্ময়ী পাবলিক স্কুলে সুষ্ঠুভাবে শেষ হল এই কোচিং ‘ সি’ লাইসেন্স কোর্সের পরীক্ষা।

২০২০ সালে বর্ধমানের মেমারিতে (৪-১০ ফেব্রুয়ারি ) এই ‘সি’ লাইসেন্স কোর্সের ফার্স্ট মডেল শুরু হয়েছিল। পরে আর করোনার কারণে সেকেন্ড মডেল শুরু করা যায়নি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাকি থাকা সেকেন্ড মডেল শেষ হল (২৭-৩১ জানুয়ারি ২০২১) দক্ষিণচব্বিশ পরগনা জেলার সোনারপুরে। আইএফএয়ের তত্বাবধানে এই ‘সি’ লাইসেন্সের কোর্স সুষ্ঠুভাবেই শেষ হল।

এবারের এই কোচিং কোর্সে মোট ২০ জন পরীক্ষা দিলেন। এদের মধ‍্যে ছিলেন বাংলা ও দুই প্রধানে খেলা দুই গোলরক্ষক গোপাল দাস ও অভ্র মন্ডল। বাংলা ছাড়াও কেরল, চেন্নাই ও তামিলনাড়ু থেকেও এই কোচিং কোর্স করতে সোনারপুরে এসেছেন বেশ কয়েকজন। তামিলনাড়ু থেকে এক মহিলাও এসেছেন। প্রাক্তন ফুটবলার গোপাল দাস ‘ইনসাইড স্পোর্টস’-কে বলছিলেন,”এখন যা নিয়ম তাতে কোচিং কোর্স না করলে ফুটবল কোচিং করাতে পারবো না। ২০১৩ সালে আমি ‘ডি’ লাইসেন্স করেছি। এবার ‘সি’ এর পরীক্ষা দিলাম। রেজাল্টের অপেক্ষায় থাকবো।”

উল্লেখ্য, ২০১৮-‘১৯ মরসুমে আইএফএ-র তৎকালীন সচিব উৎপল গাঙ্গুলি নিয়ম করেছিলেন, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে কোচিং করতে হলে কোচেদের ‘সি’ লাইসেন্স থাকতেই হবে। ২০১৯ সালে নতুন সচিব পদে বসেন জয়দীপ মুখার্জি। প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল, ‘সি’ নয, প্রিমিয়ারে কোচিং করাতে হলে কোচেদের ‘বি’ লাইসেন্স থাকতে হবে। কিন্তু গত বছর করোনার জন‍্য কলকাতা লিগ করা যায়নি। ফলে এই বছরের আসন্ন কলকাতা লিগে কোন ডিভিশনের কোচের কোন ক‍্যাটাগরির ডিগ্রি থাকলে কোচিং করাতে পারবেন তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আইএফএ সূত্রের খবর। তবে এএফসির যা গাইডলাইন তাতে কোচিং লাইসেন্স না থাকলে কোনও ক্লাবে সরকারি ভাবে কোচিং করানো যাবে না। তার বড় প্রমাণ সুব্রত ভট্টাচার্য ও সুভাষ ভৌমিক।

এদিকে, সোনারপুরের জ‍্যোতির্ময়ী পাবলিক স্কুলের ব‍্যবস্থাপনায় খুশি কোর্স করতে আসা ভবিষ্যতের কোচেরা। এমনকি এই কোর্সের ইন্সট্রাক্টর কাটিনো কিনোও নাকি ব‍্যবস্থানপায় মুগ্ধ। ‘সি’ লাইসেন্স কোর্স করতে আসা প্রাক্তন গোলরক্ষক গোপাল দাস বলছিলেন,” সোনারপুরের এই জ‍্যোতির্ময়ী স্কুলের পরিবেশ খুব ভাল। আমরা প্রত‍্যেকে খুশি। থাকা, খাওয়ায় কোনও সমস‍্যা হয়নি। মনোরম পরিবেশ।” উল্লেখ্য, এই জ‍্যোতির্ময়ী স্কুলে এই কোচিং লাইসেন্স কোর্স করার ক্ষেত্রে সহায়তা করেছেন আইএফএ-র সহ সভাপতি পার্থ সারথী গাঙ্গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here