ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরাট ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।এদিন ম্যাচের পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে অশ্বিন জানিয়ে দিলেন, ভারতীয় দলের সঙ্গে এটিই তাঁর শেষ দিন।টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হিসেবেই অবসর নিলেন অশ্বিন। তিনি ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন, গড় ২৪। টেস্টে ভারতের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।
চলতি সিরিজে তিনটি টেস্টের মধ্যে অশ্বিন শুধু অ্যাডিলেডেই খেলেছেন। দিন-রাতের টেস্টই দেশের হয়ে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট হয়ে রইল। অশ্বিনকে ব্রিসবেনে বিদায়ী টেস্ট কেন খেলাল না ভারত? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, সবদিক বিবেচনা করে ব্যাটিং গভীরতা বাড়াতেই এই ম্যাচে জাদেজাকে খেলানো হলো।অশ্বিন আজ বলেন, ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে এটিই আমার শেষ দিন। এখনও আমার মধ্যে ক্রিকেট পুরোপুরি ফুরিয়ে যায়নি। তবে যা অবশিষ্ট রয়েছে তা ক্লাব পর্যায়ে মেলে ধরতে চাই। রোহিত-সহ সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি রইল। অনেক মজা করেছি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজই শেষ দিন।
১১৬টি ওডিআইয়ে অশ্বিন ১৫৬টি উইকেট নিয়েছেন। ৬৫টি টি২০ আন্তর্জাতিকে তাঁর ৭২টি উইকেট রয়েছে। ওডিআইয়ে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। রোহিত অবশ্য নিজের ফর্মে উদ্বিগ্ন নন। রান আসছে না। তবে বাকি সব কিছুই ঠিক আছে বলে দাবি রোহিতের। ফলে বুঝিয়ে দিলেন, এখনই অশ্বিনের মতো অবসর নিচ্ছেন না তিনি। অশ্বিন কালই দেশে ফিরছেন।