ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সুষ্ঠুভাবে হুগলির নবগ্রামে হয়ে গেল অনূর্ধ্ব- ৯ ও ১১ রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল (শনিবার) চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। অনূর্ধ্ব- ৯ বিভাগে বালকদের সঞ্জীব সাহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৃজন ভৌমিক। বালিকা বিভাগে ঈশাণী মন্ডলকে হারিয়ে খেতাব জিতেছে অহনা শ্রীমানি।
অনূর্ধ্ব- ১১ বিভাগের বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সায়ন ঘোষ। অর্ষভ সাহাকে হারিয়েছে সায়ন। বালিকাদের মধ্যে মাঘশ্রীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিতমা পাল। ডাবলসে (বালক) চ্যাম্পিয়ন হয়েছে অঙ্কুশ পাল ও হৃতম মাজি। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেদ ফিফন ও রিতিকা দাস।
রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস বলেন,”জেলায় জেলায় ব্যাডমিন্টনে অনেক প্রতিভা আছে। বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাও এই প্রতিভা তুলে আনতে অগ্রণী ভূমিকা নিয়েছে। আশাকরি ভবিষ্যতে বাংলা থেকে বেশ কিছু ভাল মানের ব্যাডমিন্টন খেলোয়াড় উঠে আসবে।”