‘
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন প্রধান ক্লাবকে (মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং) ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। স্বাভাবিক ভাবেই এই সম্মান পেয়ে খুশি তিন প্রধান। এমন সম্মান পেয়ে বুধবার মহমেডান নিজেদের ক্লাব তাঁবুতে একঝাঁক প্রাক্তনদের নিয়ে উৎসবে মাতলেন।
এই উৎসবে সামিল হয়েছিলেন মহমেডানের একাধিক ফ্যান্স ক্লাবের সদস্যরাও। এই উৎসবের আমন্ত্রণে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন মহমেডানে খেলে যাওয়া অমিত ভদ্র, প্রশান্ত ব্যানার্জি, সঞ্জয় মাঝি থেকে রহিম নবি, আবিদ হুসেন, হুসেন মুস্তাফি, অলোক দাস, গোপাল দাস সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার।
এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব অনির্বান দত্ত। এদিন অনুষ্ঠানে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,’মহমেডান আইএসএলে খেলুক। মাননীয়া মুখ্যমন্ত্রী অনেক আগেই মহমেডানের পাশে থাকার কথা দিয়েছেন। মহমেডান খুব উন্নতমানের মাঠ তৈরি করেছে। এর জন্য মহমেডান কর্তাদের অনেক অভিনন্দন জানাই। এবার আর বাইরের মাঠে খেলতে হবে না। নিজেদের মাঠেই মহমেডান খেলবে। আমরা সবাই মহমেডানের পাশে আছি।”
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”মহমেডান ভারতীয় ফুটবলের গর্ব,অহঙ্কার। মহমেডান নতুন করে ফিরে আসছে। সবাইকে চমকে দেবে। মহমেডানের প্রসার মানে বাংলা ফুটবলের প্রসার। মহমেডান যে সম্মান পেয়েছে তা নিজেদের যোগ্যতায় পেয়েছে। আরও আগে এই সম্মান পেতে পারত।”
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহমেডান ক্লাবের সব কর্তারাও। ‘বঙ্গ বিভূষণ’ ট্রফির সঙ্গে সকল কর্তা, প্রাক্তন ফুটবলার এবং ক্লাবের কর্মীরাও ছবি তুললেন আনন্দের সঙ্গে। ফুটবল নিয়ে মহমেডানের উন্মদনা ফিরে এসেছে আগের মতোই। এ যেন সা-কালো শিবিরে ফিল গুডের হাওয়া।