ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন কলকাতা লিগ নাও খেলতে পারে বলে হুমকি দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। লিগ না খেলার কারণ আইএফএ। আইএফএ স্বজনপোষন করছে এমনটাই ইঙ্গিত দিলেন দেবাশিষবাবু। বুধবার সাংবাদিক সম্মেলন করার সময় দেবাশিসবাবু বলেন, “আমরা বহুদিন ধরেই আইএফএ থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাচ্ছিলাম না। এবার সেটা পেয়েছি। কিছুদিন আগে স্টেটমেন্ট পেয়ে জানতে পারলাম,আইএফএ-এর থেকে আমাদের পাওনা ৫৯ লক্ষ টাকার একটু বেশি। অথচ অন্য এক বড় ক্লাব পায় ২১ লক্ষ টাকা। এটা বুঝলাম,আইএফএ অন্য বড় ক্লাবটিকে বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছে। আমি বোর্ড মিটিংয়ে বিষয়টা তুলে ধরেছি। আইএফএ যদি আমাদের টাকা না দেয় তাহলে ল, শিল্ড খেলবো কিনা বলতে পারছি না। এভাবে চলতে পারে না। আমরা এই বিষয়ে আইএফএকে চিঠি পাঠাচ্ছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মোহনবাগান,ইস্টবেঙ্গল লিগে অংশ নেয়নি। তবে ইস্টবেঙ্গল আগেই জানিয়ে দিয়েছে যে, এবারে তারা লিগ,শিল্ড খেলবে। কিন্তু বকেয়া নিয়ে আইএফএ-এর উপর প্রচন্ড বিরক্ত মোহনবাগান। এই ব্যাপারে আইএফএ সচিবের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এদিকে,বুধবার আইএফএ অফিসে আইএফএ কর্তারা প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,আগামী জুন মাসে লিগ শুরু হচ্ছে।