◆ইউনাইটেড ও রেলওয়ে এফসি ম্যাচের একটি মুহূর্ত◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার হার ইউনাইটেড স্পোর্টসের। দুদিন আগেই এরিয়ানের কাছে হারার পর শুক্রবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপের ম্যাচে রেলওয়ে এফসি ১-০ গোলে হারাল ইউনাইটেডকে। রেলওয়ে এফসির হয়ে জয়সূচক গোলটি করেন চাবালা।
একই ডিভিশনের খেলায় সাদার্নকে ৩-১ গোলে হারাল ক্যালকাটা কাস্টমস। কাস্টম এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ৪ মিনিটের মাথায় নরহরি শ্রেষ্ঠা গোল করে কাস্টমসকে এগিয়ে দেন। ৮ মিনিটে রিচমন্ড গোল করে ব্যবধান বাড়ান। ২৮ মিনিটে সাদার্নের ডগলাস সান্তানা গোল করে ব্যবধান কমান। ৫৬ মিনিটে ফের নরহরি শ্রেষ্ঠা নিজের দ্বিতীয় গোলটি করে কাস্টমসের জয় নিশ্চিত করেন।
এদিন, জয়ে ফিরল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এরিয়ানকে ১-০ গোলে হারাল খিদিরপুর। জয়সূচক গোলটি করেন আদামা। টালিগঞ্জ অগ্রগামী ও জর্জ টেলিগ্রাফ ম্যাচ ১-১ গোলে শেষ হয়। ম্যাচের ২৩ মিনিটে টালিগঞ্জের ক্রিস্টোফার গোল করেন। ৫৬ মিনিটে সৌগত হাঁসদা গোল করে জর্জকে সমতায় ফেরান।
পিয়ারলেস ও বিএসএস স্পোর্টিং ম্যাচও ১-১ গোলে শেষ হয়েছে। ৪৭ মিনিটে অমরেন্দু চক্রবর্তী গোল করে এগিয়ে দেন বিএসএসকে। ৫২ মিনিটে পিয়ারলেসকে সমতায় ফেরান সৌরভ দাস।
এদিন, প্রথম ডিভিশনের খেলায় ক্যালকাটা পুলিশ ৩-০ গোলে হারায় ক্যালকাটা ফুটবল ক্লাবকে।
চতুর্থ ডিভিশনের ম্যাচে বেহালা এ এস এ ২-১ গোলে হারাল স্পোর্টিং ইউনিয়নকে। ইন্টারন্যাশনাল ক্লাব ১-০ গোলে হারায় কসবা সেন্ট্রালকে। উত্তরপাড়া স্পোর্টিং ও সিঁথি রাসবিহারি এবিএম ম্যাচ ১-১ গোলে শেষ হয়।