ফের হার ইউনাইটেডের, জিতল রেল, খিদিরপুর,কাস্টমস

0

◆ইউনাইটেড ও রেলওয়ে এফসি ম‍্যাচের একটি মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার হার ইউনাইটেড স্পোর্টসের। দুদিন আগেই এরিয়ানের কাছে হারার পর শুক্রবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপের ম‍্যাচে রেলওয়ে এফসি ১-০ গোলে হারাল ইউনাইটেডকে। রেলওয়ে এফসির হয়ে জয়সূচক গোলটি করেন চাবালা।

রেলের হয়ে গোল করার পর চাবলা

একই ডিভিশনের খেলায় সাদার্নকে ৩-১ গোলে হারাল ক‍্যালকাটা কাস্টমস। কাস্টম এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ৪ মিনিটের মাথায় নরহরি শ্রেষ্ঠা গোল করে কাস্টমসকে এগিয়ে দেন। ৮ মিনিটে রিচমন্ড গোল করে ব‍্যবধান বাড়ান। ২৮ মিনিটে সাদার্নের ডগলাস সান্তানা গোল করে ব‍্যবধান কমান। ৫৬ মিনিটে ফের নরহরি শ্রেষ্ঠা নিজের দ্বিতীয় গোলটি করে কাস্টমসের জয় নিশ্চিত করেন।

খিদিরপুর ও এরিয়ান ম‍্যাচের একটি মুহূর্ত

এদিন, জয়ে ফিরল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এরিয়ানকে ১-০ গোলে হারাল খিদিরপুর। জয়সূচক গোলটি করেন আদামা। টালিগঞ্জ অগ্রগামী ও জর্জ টেলিগ্রাফ ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়। ম‍্যাচের ২৩ মিনিটে টালিগঞ্জের ক্রিস্টোফার গোল করেন। ৫৬ মিনিটে সৌগত হাঁসদা গোল করে জর্জকে সমতায় ফেরান।

বিএসএস ও পিয়ারলেস ম‍্যাচের মুহূর্ত

পিয়ারলেস ও বিএসএস স্পোর্টিং ম‍্যাচও ১-১ গোলে শেষ হয়েছে। ৪৭ মিনিটে অমরেন্দু চক্রবর্তী গোল করে এগিয়ে দেন বিএসএসকে। ৫২ মিনিটে পিয়ারলেসকে সমতায় ফেরান সৌরভ দাস।

এদিন, প্রথম ডিভিশনের খেলায় ক‍্যালকাটা পুলিশ ৩-০ গোলে হারায় ক‍্যালকাটা ফুটবল ক্লাবকে।

বল দখলের লড়াইয়ে টালিগঞ্জ ও জর্জের দুই ফুটবলার

চতুর্থ ডিভিশনের ম‍্যাচে বেহালা এ এস এ ২-১ গোলে হারাল স্পোর্টিং ইউনিয়নকে। ইন্টারন‍্যাশনাল ক্লাব ১-০ গোলে হারায় কসবা সেন্ট্রালকে। উত্তরপাড়া স্পোর্টিং ও সিঁথি রাসবিহারি এবিএম ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here