ফের বৈঠক প্রাক্তনদের◆ আজ সই করার সম্মতি ইস্টবেঙ্গল কর্তাদের?

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৬ আগস্ট : ইনভেস্টরের চুক্তিপত্রে সই করতে চলেছে ইস্টবেঙ্গল কর্তারা! সেরকমই খবর। আজ,শুক্রবার বিকিলে সই বিতর্ক মেটাতে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে দু-দুটি জরুরি বৈঠক হতে চলেছে। প্রথম বৈঠকটি হবে প্রাক্তন ফুটবলারদের নিয়ে। তাঁরা ফের আলোচনা করে নিজেদের মতামত জানাবে ইস্টবেঙ্গল কর্মসমিতিকে। সঙ্গে সঙ্গে কর্মসমিতির সদস‍্যরা বৈঠকে করেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

এখন প্রশ্ন একটাই দুটি বৈঠকের পর কি ঘোষণা করতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা? সূত্রের খবর, আগের চুক্তিপত্রের বেশ কয়েকটা ক্লস বদলে ফেলে ইস্টবেঙ্গলের দাবিকে মান‍্যতা দিয়েছে ইনভেস্টর শ্রীসিমেন্ট। কাজেই এখন আর দেরি না করে এবার কর্তারা সই করে দিক। আজ প্রাক্তনরা বৈঠক করে কর্তাদের এমন প্রস্তাবই দিতে চলেছেন। কারণ প্রাক্তন ফুটবলাররাও বুঝে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ইচ্ছের কথা। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ অনুষ্ঠানে ইস্টবেঙ্গল কর্তাদের “একটু ছেড়ে খেলতে” বলেছিলেন। কাজেই বড় ধরনের অঘটন না ঘটলে, মুখ‍্যমন্ত্রীর ইচ্ছেকে মান‍্যতা দিয়েই নিজেদের মতামত জানিয়ে দেবেন প্রাক্তন ফুটবলাররা।

তাহলে কর্তারাও কি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে দেবেন আজ? সম্ভাবনা প্রবল। ক্লাবের কর্মসমিতির সদস‍্যদের একটা অংশও চাইছেন ক্লাব চুক্তিপত্রে সই করে দিক। কর্মসমিতির এক সদস‍্য (নাম প্রকাশে অনিচ্ছুক) “ইনসাইড স্পোর্টস”-কে বলছিলেন, “আর কতদিন এভাবে চলতে পারে? তাছাড়া ইনভেস্টর তো চুক্তিপত্রে বেশ কয়েকটা শর্তে নমনীয় হয়েছে। বদলেওছে। আশাকরি আজ বৈঠকের শেষে সই করতে সম্মতি দিয়ে দেওয়া হবে।”

ইনভেস্টর শ্রীসিমেন্ট ইতিমধ‍্যে সদস‍্য-সমর্থকদের ক্লাবে আসা নিয়ে শর্ত তুলে নিয়েছেন। সচিব ও সভাপতির নিজস্ব অফিস ঘর মূল ক্লাব তাঁবুতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক্সিট ক্লজেও সম্ভবত পরিবর্তন করেছে। এসব নিয়ে সাতটি শর্ত নাকি বদল করেছে। যেখানে আগে শ্রীসিমেন্ট বলে আসছিল “আগে সই, পরে আলোচনা”। সেখান থেকে চুক্তির কিছু শর্ত বদলে ফেলাটাও দেবব্রত সরকারদের প্রাপ্তি মন্দ নয়। আলোচনা না করে আগে সই – অনঢ় ইনভেস্টরকেও কিছু শর্ত বদলে ফেলতে বাধ‍্য করাটাও কিন্তু দেবব্রত সরকারের নৈতিক জয় বলা যেতে পারেই।

এত কিছুর পর চুক্তিপত্রে সই না করলে দেবব্রত সরকারের উপর চাপ আরও বেড়ে যাবে। বিশেষ করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বার্তাকে অমান‍্য করা হবে। আর কর্তারা গত মঙ্গলবার বৈঠক করে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু এই প্রতিবেদন লেখার সময় পযর্ন্ত ইস্টবেঙ্গল কর্তাদের দেখা করার ক্ষেত্রে মুখ‍্যমন্ত্রী কোনও কিছুই জানাননি। তাই সব দিক বিবেচনা করে (বড় ধরনের অঘটন না ঘটলে) আজই চুক্তিপত্রে সই করার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এক্ষেত্রে কিছু শর্ত দিতে পারেন কর্তারা। অথবা সই করার পর কর্মসমিতির সদস‍্যরা এক সঙ্গে পদত‍্যাগও করতে পারেন। এমন খবরও হাওয়ায় ভাসছে। প্রসঙ্গত, কয়েক মাস আগে ক্লাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনও চাপের কারণে যদি সই করতে হয় তাহলে কর্মসমিতির সবাই ইস্তফা দেবেন। ক্লাবের একটি সূত্র জানাচ্ছে, যদি সই করে সত‍্যিই গণপদত‍্যাগ করে তাহলে মূখ‍্যমন্ত্রীর কাছে খুব খারাপ বার্তা যাবে। সেই কারণেই হয়তো পদত‍্যাগের রাস্তায় হাঁটবেন না দেবব্রত সরকাররা।

ইনভেস্টর শ্রীসিমেন্টও ক্লাবের কর্মসমিতির আজকের জরুরি বৈঠকের দিকে তাকিয়ে। শহরে আছেন খোদ বাঙ্গুর গোষ্ঠীর ডিরেক্টর হরিমোহন বাঙুর। ইস্টবেঙ্গল কর্তরা গত তিন ধরে একটা নতুন শর্ত দিচ্ছেন। সেটা হল পাঁচ বছরের জন‍্য চুক্তি করুক ইনভেস্টর। শ্রীসিমেন্টের পক্ষ থেকে “ইনসাইড স্পোর্টস”-কে এক কর্তা বলেন,”মুখ‍্যমন্ত্রী সোমবার পাঁচ বছর নিয়ে যেটা বলেছেন সেটা ভুল বুঝেছেন ইস্টবেঙ্গল কর্তারা। আইএসএল খেলতে হলে পাঁচ বছরের ব‍্যাঙ্ক গ‍্যারান্টি দিতে হয়। সেটাই করা হয়েছে। পাঁচবছরের চুক্তি নয়। ক্লাব কর্তাদের আব্দারেরও তো একটা লিমিট থাকতে হবে!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here