ফুটসলের জন‍্য রেফারিদের ওয়ার্কশপ শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কলকাতা,১৫ ফেব্রুয়ারি : ফুটসল টুর্নামেন্টের জন‍্য রেফারিদের নিয়ে শুরু হল ওয়ার্কশপ। সোমবার সিআরএ (ক‍্যালকাটা রেফারিজ অ‍্যাসোসিয়েশন) তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে এই ওয়ার্কশপ শুরু হল।

আগামী একমাস ২০ জন রেফারিদের নিয়ে এই ওয়ার্কশপ চলবে। ফুটসলের নিয়মটা ঠিক কি ধরনের সেটাই ওয়ার্কশপে রেফারিদের শেখাবেন জয়ন্ত ব‍্যানার্জি ও পীযুষ বিশ্বাস। এই দুই প্রাক্তন রেফারি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফুটসলের উপরে যে ট্রেনিং হয়েছিল সেখানে ইনস্ট্রাকটর হিসেবে কাজ করেছেন। তাই আইএফএর আসন্ন ফুটসল টুর্নামেন্টের জন‍্য রেফারিদের ওয়ার্কশপ চালানোর পুরো দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জয়ন্তবাবু ও পীযুষবাবুকে।

ফুটসল নিয়ে বলতে গিয়ে জয়ন্ত ব‍্যানার্জি বলেন,”ফুটবলের সঙ্গে ফুটসল খেলার অনেক তফাৎ আছে। এখানে দুটি পেনাল্টি স্পট আছে। ফুটবলার বদলটাও ঘন ঘন হবে। অনেক নিয়ম আছে যা ফুটবলের সঙ্গে অনেক তফাৎ। সেই নিয়ম গুলোই রেফারিদের শেখানো হবে।” জানা যায়, টুর্নামেন্ট শুরুর আগে কোচেদের নিয়েও ওয়ার্কশপ করার ভাবনা চিন্তা করছে আইএফএ।

উল্লেখ্য, আজ থেকে ১৫ বছর আগে, ২০০৫ সালে আইএফএ-এর তৎকালীন সচিব সুব্রত দত্ত কলকাতায় প্রথম ফুটসল শুরু করেছিলেন। আগামী এপ্রিল মাসে এই ফুটসল টুর্নামেন্ট শুরু করতে চায় আইএফএ।
এদিনের ওয়ার্কশপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, সহ সভাপতি পার্থ সারথী গাঙ্গুলি, ফুটসল কমিটির চেয়ারম‍্যান ত্রিজিত দাস। এছাড়াও ফুটসল কমিটির সদস‍্য দীপ্তিকল‍্যাণ সেনশর্মা, তপনজ‍্যোতি মিত্র,রাজদীপ নন্দী ও কাশীনাথ সেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here