ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আর জি কর মেডিক্যাল হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের জেরে বাংলা উত্তাল। গতকাল, বৃহস্পতিবার বিরোধী দল ও শাসক গোষ্ঠী ঘোষণা করে দিয়েছিল শুক্রবার গোটা দিন জুড়ে মিটিং, মিছিল, অবরোধ চলবে। ফলে শহর কলকাতার রাস্তায় ছিল ব্যাপক যানজট। এত সমস্যার পরও ঐতিহাসিক ১৬ অগাষ্ট, ফুটবল প্রেমী দিবসে রক্ত দিয়ে গেলেন ক্রীড়াপ্রেমীরা।
এদিন এই ফুটবল প্রেমী দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চমৎকার আয়োজন করেছিল আইএফএ। একদিকে চলছে ক্রীড়াপ্রেমীদের রক্তদান। পাশাপাশি মঞ্চে কখনও বেজে চলেছে বাঁশির সুর, কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এমন পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে যাওয়ার সময় প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী বলছিলেন,”আমার এই রক্তদান শিবিরে আসা হয় না। এবার দেখলাম, আইএফএ আমন্ত্রণ জানিয়েছিল। এসে মুগ্ধ হয়েছি। এত ভাল পরিবেশে সবাই রক্তদান করছেন। খুব ভাল পরিবেশ।”
একই সুর মিহির বসু, বিকাশ পাঁজি থেকে অমিত ভদ্র, সুমিত মুখার্জি, দীপেন্দু বিশ্বাস, গৌতম ঘোষদের গলায়। প্রসঙ্গত, এই বছর ফুটবল প্রেমী দিবসে রক্তদাতাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ স্বাক্ষর করেছেন।
শিশির ঘোষ বলেন,”এটা একটা আমার কাছে বিরাট সম্মান। আইএফএ আমার সাক্ষর নিয়েছে তার জন্য ধন্যবাদ। সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছেন। দেখেও ভাল লাগছে। তবে খেলার মাঠে এমন মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে।” প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮০ সালের ১৬ অগাষ্ট ইডেনে মোহনবাগান – ইস্টবেঙ্গল ম্যাচে গন্ডগোলের জেরে ১৬ জন দর্শকের মৃত্যু হয়। তারপর থেকে সেই ১৬ জন দর্শককে সম্মান জানিয়ে প্রতিবছর এই দিনটায় ‘ফুটবল প্রেমী দিবস’ হিসেবে রক্তদানের আয়োজন করে আইএফএ।
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”সুষ্ঠুভাবে ফুটবল প্রেমী দিবস পালন হয়েছে। সাধারণ ক্রীড়াপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছেন। এটাই ভাল লাগছে।” এদিন আইএফএ সচিব অনির্বান দত্ত ও সহসচিব রাকেশ (মুন) ঝাঁ সহ আইএফএ-এর আটজন রক্ত দিয়েছেন। রক্ত দিয়েছেন ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার।
ফুটবল প্রেমী দিবস উপলক্ষ্যে আইএফএ ও ভলেন্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪৪ তম রক্তদান শিবিরে কলকাতা ও জেলার বিভিন্ন কেন্দ্র মিলিয়ে মোট ১০৮৫ জন রক্তদান করেন।
এদিনের ফুটবল প্রেমী দিবসে সামিল হয়েছিলেন, রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশীষ কুমার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি, গৌতম ঘোষ , দীপেন্দু বিশ্বাস ,অমিত ভদ্র, জামশেদ নাসিরি ,শিশির ঘোষ।
এদিন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সিএ বি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, কোষাধ্যক্ষ প্রবীর চৌধুরী, বিওএ সচিব জহর দাস উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়,কার্যকরী সচিব সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ণ সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জি।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ছাড়াও বাংলার বিভিন্ন জেলায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।