ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৫ জুলাই : অভিনব উদ্যোগ নিচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কর্তারা। যে সমস্ত ফুটবলার দেশের হয়ে খেলেছেন সেই সব ফুটবলার এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ বহন করবে এআইএফএফ। শুধু ফুটবলাররাই নয়, কোচ, সহকারী কোচ, রেফারি, সাপোর্ট স্টাফরাও ফেডারেশনের এই পলিসির আওতায় থাকছেন। শুধু প্রয়োজন মতো নির্দিষ্ট আবৈদন পত্রে আবেদন করতে হবে। আবেদন করতে হলে helpdesk@the-aiff.com মেল করতে হবে।
ফেডারেশন যে বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাতে উল্লেখ আছে যে, ১৯৫০ সাল থেকে যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন একমাত্র তাঁরাই এই প্রকল্পের আওতায় থাকবেন।