ফুটবলারদের সংবর্ধনা উৎসবে মাতল ডালহৌসি ক্লাব

0

◆উমরান মালিককে সংবর্ধনা দিচ্ছেন স্নেহাশিস গাঙ্গুলি,সঙ্গে ডালহৌসি ক্লাবের সচিব লাল্টু দাস। বৃহস্পতিবার ডালহৌসি ক্লাব তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সংবর্ধনায় ভাসলেন ডালহৌসি ক্লাবের ফুটবলার থেকে কোচ। এবছর দুরন্ত লড়াই করে কলকাতা লিগের প্রিমিয়ার ‘বি’ গ্রুপে পৌঁছে গিয়েছে শতাব্দী প্রাচীন ডালহৌসি অ‍্যাথলেটিক ক্লাব। বৃহস্পতিবার সন্ধ‍্যায় নিজেদের ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে নিজেদের দলের ফুটবলারদের পুরস্কৃত করলেন ডালহৌসি কর্তারা। সেই সঙ্গে প্রত‍্যেক ফুটবলারকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়।

ক্রিকেটের জার্সি উন্মোচনের মূহুর্ত

এদিনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বর্তমান ক্রিকেটার উমরান মালিক। স্বাভাবিক ভাবেই সেজে উঠেছিল ডালহৌসির লন। কিন্তু জরুরি কাজে আটকে যাওয়ায় সৌরভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে উমরান মালিক হাজির হয়েছিলেন। তাঁকেও সংবর্ধনা জানানো হয়।

ডালসৌসি ফুটবলারদের স্মারক তুলে দিচ্ছেন আরটিএন সলিউশনের কর্ণধার তন্ময় ব‍্যানার্জি

ডালহৌসির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত, সচিব অনির্বান দত্ত, মোহনবাগানের কর্তা অসিত চ‍্যাটার্জি, বিওএ সভাপতি স্বপন ব‍্যানার্জি, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব‍্যানার্জি। ছিলেন আইএফএ-এর সহসচিব রাকেশ ঝাঁ, প্রাক্তন সহসভাপতি পার্থ সারথী গাঙ্গুলি সহ ময়দানের বিশিষ্ট জনেরা।

সংবর্ধিও বিশিষ্ট জনেরাও

এদিন ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ডালহৌসির ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। ডালহৌসি ক্লাবের সচিব লাল্টু দাস জানান, ‘ফুটবলাররা অনেক লড়াই করে আমাদের দলকে প্রিমিয়ার বি গ্রুপে তুলেছে। এই সম্মান তাদের প্রাপ‍্য। কোচ সুপ্রিয় দাশগুপ্তকেও অনেক ধন‍্যবাদ। ধন‍্যবাদ জানাই ক্লাবের সকল কমিটি মেম্বার ও সাধারণ সদস‍্যদের। তাঁরা সব সময় ক্লাবের পাশে থেকেছেন।সবার প্রচেষ্টায় ডালহৌসি এগিয়ে চলেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here