ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ মে : সিএবি’র পর এবার খেলার জগতে করোনা প্রতিরোধক টিকার ব্যবস্থা করছে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ক্লাব সাদার্ন সমিতি। খেলোয়াড়, কোচ, ক্লাব কর্তারা (৪৫ বছরের উর্ধ্বে) সাদার্ন সমিতির ক্লাবে গিয়ে এই টিকা নিতে পারবেন বুধবার অথবা বৃহস্পতিবার। আগে ঠিক ছিল বুধবার (৬ মে) টিকা দেওয়া হবে। চেষ্টা হচ্ছে বুধবারই টিকা দিতে। যদি না হয় তাহলে ৭ মে, বৃহস্পতিবার নিশ্চিত ভাবেই টিকা দেওয়া হবে। এমনটাই জানালেন সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল।
করোনা প্রতিরোধক টিকা নেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে লম্বা লাইন। কেউ কেউ সকালে লাইনে দাঁড়িয়ে বিকেলে টিকা নিতে পেরেছেন। আবার কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে। এমন এক কঠিন সময়ে খেলার জগতের মানুষেরা যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন সেই প্রশংসনীয় ঊদ্যোগ নিলেন সাদার্নের সচিব সৌরভ পাল। সিএবিই প্রথম এই উদ্যোগ নিয়েছিল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং আইএফএ কর্তারা যা ভাবতে পারেননি তাই করে দেখাচ্ছে সাদার্ন সমিতি।
টিকা প্রদান নিয়ে “ইনসাইড স্পোর্টস”-কে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল জানালেন, “আমরা গত ৩০ এপ্রিল মেডিনোভার কাছে এই মর্মে আবেদন করি। ১ মে ওরা টিকা দিতে রাজি হয়। মেডিনোভার কাছে সাদার্ন সমিতি টিকা কিনে নিচ্ছে। কিন্তু যাদের টিকা দেওয়া হবে তাদের বিনামূল্যেই দেওয়া হবে। এখনও পযর্ন্ত টিকা নিতে আড়াইসো জন নাম নথিভুক্ত করেছেন। আরও একটা দিন আছে। সংখ্যাটা আরও বাড়বে।”
সোসাল মিডিয়ায় আপনাদের দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেল কালীঘাট এম এস ও আইএফ এ-এর নাম আছে। তাহলে মূল উদ্যোক্তা কে বা কারা? আর টিকা কেনার টাকা আপনারাই দিচ্ছেন নাকি তিনটি সংস্থা মিলে দিচ্ছেন? উত্তরে সৌরভ পাল জানান,”দেখুন, আমরাই প্রথম উদ্যোগ নিই। ৩০ এপ্রিল মেডিনোভায় আবেদন করি। টিকার টাকাটাও আমাদের ক্লাবই দেবে। টিকা দেওয়ার অনুমতি পাওয়ার পর অজিতদাকে ফোন করি। খেলার মাঠে আমার অভিভাবক হলেন অজিতদা (অজিত ব্যানার্জি)। তিনি আমাদের এই উদ্যোগকে দারুন ভাবে সমর্থন করেন। তারপরেই আমরা অজিতদার ক্লাব কালীঘাট এমএসকে থাকতে বলি। উনি রাজি হয়েছেন। আইএফএ-এর ক্ষেত্রেও তাই। আমরা ফুটবল নিয়ে থাকি। সেখানে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আমাদের সঙ্গে থাকলে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন হবে। তাই আমরা আইএফএ সচিব জয়দীপ মুখার্জিকেও অনুরোধ করি তারাও যেন আমাদের টিকা প্রদান প্রকল্পে সঙ্গে থাকেন। জয়দীপ রাজি হয়েছে।”
টিকা দেওয়া হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। প্রসঙ্গত, এই রবীন্দ্র সরোবরেই আছে সাদার্ন সমিতির ক্লাব। তবে এই টিকা নেওয়ার জন্য খেলার জগতের বাইরের বিভিন্ন স্তরের মানুষ ফোন করছেন। কারণ অনেক জায়গায় টিকা পাওয়া যাচ্ছে না। তাই একটু সমস্যা হচ্ছে সাদার্নের।