ফিক্সচার,টুর্নামেন্ট কমিটি ছাড়াই CAB -এর টুর্নামেন্ট শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন – ২০২৪-‘২৫ মরসুমের ক্রিকেট শুরু করে দিয়েছে সিএবি। ইন্টার ডিস্ট্রিক্ট টি-২০ ও জেসি মুখার্জি টি-২০ টুর্নামেন্ট দিয়ে শুরু হয়েছে বাংলার ক্রিকেট মরসুম। কিন্তু টুর্নামেন্ট ফিক্সচার কমিটি, টুর্নামেন্ট কমিটি ছাড়াই শুরু হয়ে গিয়েছে ক্রিকেট। শুধু তাই নয়, আজ, সোমবার জেসি মুখার্জি টি-২০ ক্রিকেটের উদ্বোধনে মাঠে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। অবাক কাণ্ড হল, সিএবির ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি এবং টুর্নামেন্টের বিষয় নিয়ে বিভিন্ন কমিটির চেয়ারম‍্যানের (▪শুভঙ্কর ঘোষ দস্তিদার, চেয়ারম্যান, ট‍্যুর অ‍্যান্ড ফিক্সচার কমিটি, ▪নিশীথ রঞ্জন দত্ত, চেয়ারম্যান, টুর্নামেন্ট কমিটি, ▪শ্রীমন্ত মল্লিক, চেয়ারম্যান, ওভসার্ভারস কমিটি, ▪প্রদীপ রায়, চেয়ারম্যান, মেডিক্যাল কমিটি) উপস্থিত থাকার ছবি দেওয়া হয়েছে। আর তাই নিয়ে গড়ের মাঠে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ, যে কমিটি চেয়ারম‍্যানের নাম ও ছবি দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিএবির কোনও চেয়ারম্যান পদেই নেই। কারণ এই মুহূর্তে কোনও কমিটির অস্তিত্বই নেই।

প্রসঙ্গত, সিএবির সংবিধান অনুযায়ী কোনও টুর্নামেন্ট শুরু করতে হলে সংশ্লিষ্ট অ‍্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কমিটি থাকাটা বাধ‍্যতামূলক। সেটাই এখন সিএবিতেই নেই। টুর্নামেন্টের কোনও বিষয় নিয়ে ক্লাব কর্তারা অভিযোগ বা আবেদন করতে চাইলে কার কাছে করবেন? কারণ সরকারি ভাবে বর্তমানে কোনও টুর্নামেন্ট কমিটিই নেই। এই ভুল কি অনিচ্ছাকৃত? প্রসঙ্গত, অ‍্যানোয়াল জেনারেল মিটিং – এর পর পুরনো কমিটির কোনও অস্তিত্ব থাকেনা। এজিএমের পর অ‍্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকে বিভিন্ন কমিটি গঠন করতে হয়। গত ২৮ অক্টোবর অ‍্যাপেক্সের বৈঠকও ডেকেছিলেন সিএবি সচিব নরেশ ওঝা। কিন্তু সেই বৈঠক হয়নি। অথচ কিছুদিন আগে পুরনো ফিনান্স কমিটির বৈঠকও হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফিনান্স কমিটিরও সময়সীমা পেরিয়ে গিয়েছে। সিএবির মতো এত বড় অ‍্যাসোসিয়েশনের এমন অপেশাদার মনোভাব দেখে অবাক অনেকেই।

এই ব‍্যাপারে সিএবি সচিব নরেশ ওঝাকে প্রশ্ন করলে প্রচন্ড বিরক্ত হয়ে ‘ইনসাইড স্পোর্টস’-এর এই প্রতিবেদককে বলতে থাকেন,”আপনি কি চাইছেন? টুর্নামেন্ট বন্ধ করে দেব? আমরা কোনও অবৈধ কাজ করি না। আমরা সবাই বাংলার ক্রিকেটের ভালর জন‍্য দিন রাত কাজ করছি। এই ধরনের প্রশ্ন করাটাই আপনার উচিত হয়নি।”
সিএবি সংবিধানে আছে টুর্নামেন্ট করতে হলে নতুন কমিটি গঠন করতে হবে। সেটা এখনও হয়নি। সেই প্রশ্নও করতে পারব না?
“না না, আপনি ঠিক প্রশ্ন করছেন না। আমরা খেলার জন‍্য তো সব করছি। আপনি কি লিখবেন আমি জানি না। তবে আবার বলছি, আমরা বৈধ ভাবেই কাজ করছি।” বলেই ফোনের লাইনটা কেটে দিলেন।

সিএবির প্রাক্তন সচিব বাবলু কোলেকে এই বিষয়ে জানতে চায়লে তিনি জানান,”এজিমের পর প্রথম অ‍্যাপেক্স কমিটির বৈঠকে নতুন কমিটি গঠন হয়। অ‍্যাপেক্স বৈঠক হলে নতুন কমিটি হবে। যতক্ষন না পযর্ন্ত নতুন কমিটি হচ্ছে ততক্ষন এই কমিটির কাজ করাটা অন‍্যায় নেই।”
নাম প্রকাশে অনিচ্ছুক ময়দানের এক বর্ষীয়ান কর্তা “ইনসাইড স্পোর্টস’ বলছিলেন,”রুলস মানলে ভাল হত। ওয়ার্কিং কমিটি (অ‍্যাপেক্স) বৈঠক ডেকে অন্তত ট‍্যুর অ‍্যান্ড ফিক্সচার ও টুর্নামেন্ট কমিটি – এই দুটি কমিটি গঠন করে নিলে মনে ভাল হত।”পুরনো
ট‍্যুর অ‍্যান্ড ফিক্সচার কমিটির চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ দস্তিদারকে একাধিকবার ফোন করা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here