ফলপ্রসূ আইএফএ-মোহনবাগান বৈঠক,দাবি দেবাশিস,অনির্বানের

0

◆আইএফএ সচিব অনির্বান দত্ত ও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বুধবার মোহনবাগান ক্লাব তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। বকেয়া টাকা নিয়ে আইএফএ কোনওভাবে মোহনবাগানের সঙ্গে সেই ভাবে যোগাযোগ করছে না। এই মর্মে আইএফএকে ৩১অগাস্ট পযর্ন্ত সময় দিয়েছিলেন মোহনবাগান সচিব দেবিশিস দত্ত। আজ,৩১ অগাস্ট সাড়ে তিনটের সময় মোহনবাগান ক্লাব তাঁবুতে গিয়ে সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। বৈঠকে ছিলেন মোহনবাগান ফুটবল সচিব স্বপন (বাবুন) ব‍্যানার্জিও।

মোহনবাগান ফুটবল সচিব স্বপন ব‍্যানার্জি ও আইএফএ ও মোহনবাগান সচিব

আইএফএ-মোহনবাগান বৈঠক ফলপ্রসূ হয়েছে এমনটাই দাবি করলেন দেবাশিস দত্ত ও অনির্বান দত্ত। বৈঠক শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান,”আজ আইএফএ সচিব অনির্বান দত্ত এসেছিলেন। আমাদের মধ‍্যে ইতিবাচক আলোচনা হয়েছে। উনি সমস‍্যার সমাধান করার মানসিকতা নিয়েই আলোচনা করতে এসেছিলেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে (পড়ুন কিস্তি) আমি কোনও ফিগার উল্লেখ করতে চাই না। আইএফএ সচিব আমাদের একটা প্রস্তাব দিয়েছেন। আমিও একটা প্রস্তাব দিয়েছি। উনি আইএফএ – এর অফিস বেয়ারার্সদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে আগামী ৫ সেপ্টেম্বর। আমি আবার বলছি, আমরাও কলকাতা ফুটবল লিগ খেলতে চাইছি। সেক্ষেত্রে আইএফএ-এর কোঅপারেশন চাইছি। আইএফএ সেই কোঅপারেশনের হাত বাড়িয়ে দিয়েছে। আশাকরি আইএফএ অফিস বেয়ারার্স সচিব অনির্বান দত্তকে সমর্থন করবে।”

বৈঠক করে মোহনবাগান ক্লাব তাঁবু থেকে বেড়িয়ে আসছেন আইএফএ সচিব অনির্বান দত্ত

তাহলে কি আমরা ধরে নিতে পারি যে, মোহনবাগান কলকাতা লিগ খেলছেই? জবাবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”আজকের আলোচনার পর চায়ের কাপ আর ঠোটের যে দুরত্ব সেই দুরত্বটাই আছে। এমন নয় যে আমরা এবং আইএফএ যা বলেছি তাতেই অবস্থান করে আছি। বাংলার ফুটবলের উন্নয়নের স্বার্থে আমরা এবং আইএফএ ফ্লেক্সিবল। আলোচনার পর একটা জায়াগায় দাঁড়িয়েছি। আশা করছি ভাল কিছুই হবে।”

মোহনবাগান সচিবের পাশে বসে আইএফএ সচিব অনির্বান দত্ত জানালেন,”মোহনবাগান যে টাকা পায় তাতে কোনও বিতর্ক নেই। কিন্তু টাকাটা আমরা কিভাবে দিতে পারব সেই বিষয় নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে সুষ্ঠু আলোচনা হয়েছে। আমরা ওনাকে একটা প্রস্তাব দিয়েছি। দেবাশিসদাও আমাদের একটা প্রস্তাব দিয়েছেন। আজকের আলোচনায় আমরা খুব কাছাকাছি আসতে পেরেছি। আমাদের অফিস বেয়ারার্সদের সঙ্গে কথা বলে আগামী ৫ সেপ্টেম্বর মোহনবাগানের সঙ্গে আলোচনায় বসবো। আশা করছি কলকাতা লিগে মোহনবাগানকে খেলতে দেখতে পাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here