প্রয়াত সুভাষকে মরনোত্তর “দ্রোণাচার্য” দেওয়ার আবেদন ইস্টবেঙ্গলের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সদ‍্য প্রয়াত সুভাষ ভৌমিককে মরনোত্তর “দ্রোণাচার্য” পুরস্কার দেওয়ার আবেদন করল ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার সন্ধ‍্যায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভায় এমনটাই জানালেন কর্তা দেবব্রত সরকার। তাঁর কথায়,”আমরা কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী, এআইএফএএফকেও বলেছি। পরে এআইএফএফের সিনিয়র সভাপতি সুব্রত দত্ত আমাদের বলেন, সভাপতি, সচিবদের সঙ্গে এই ব‍্যাপারে আলোচনা হয়েছে। তাঁরা কেন্দ্রের কাছে সুপারিশ করবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছে।

প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভায় আই এম বিজয়েনের স্মৃতিচারণ। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

এদিন প্রয়াত স্মরণ সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াত সুভাষ ভৌমিকের নামে ইস্টবেঙ্গল ক্লাবে নিজস্ব স্পোর্টস ক্লিনিক করা হবে। নার্সারি লিগে আইএফএ বিচারে সেরা ফুটবলারকে ইস্টবেঙ্গল দিবসে সুভাষ স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়াও ক্লাবের কর্তা প্রয়াত পল্টু দাস ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিকের হাতে। স্মরণ সভা মঞ্চেই এই চেক তুলে দেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়াত সুভাষ ভৌমিকের নামে একটি উদ‍্যান তৈরি করা হবে বলে মেয়র জানিছেন।

প্রয়াত সুভাষের স্মরণ সভায় সামিল সব মহলের মানুষ

এদিন প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভায় সামিল হয়েছিলেন এক ঝাঁক ফুটবলার। ভাস্কর গাঙ্গুলি,মনোরঞ্জন ভট্টাচার্য থেকে বিদেশ বসু, আই এম বিজয়নরা। ছিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার। ছিলেন সঙ্গীত জগতের পন্ডিত অজয় চক্রবর্তী, রূপঙ্কর বাগচি। শুরু থেকেই ছিলেন এআইএফএফের সহ সভাপতি সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। মোহনবাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সত‍্যজিৎ চ‍্যাটার্জি।

বিশাল মঞ্চে সুভাষ ভৌমিকের প্রমাণ সাইজের ছবি। মঞ্চের মাঝখানে লেখা “ফুটবল যতদিন,সুভাষ ততদিন”। প্রয়াত সুভাষকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের একগুচ্ছ প্রকল্প ঘোষণা প্রমাণ দেয় সত‍্যি হয়তো “ফুটবল যতদিন,সুভাষ ততদিন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here