◆প্রফুল্ল শেঠ (ফাইল ছবি)◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : চলে গেলেন ফুটবল প্রশাসক প্রফুল্ল শেঠ। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে প্রফুল্লবাবুর বয়স হয়েছিল ৭২ বছর।
একটা সময় আইএফএ-এর সহসচিব ও সহসভাপতিও হয়েছিলেন। বিখ্যাত শেঠ পরিবারের সন্তান। বিখ্যাত ফুটবলার কার্তিক শেঠ ছিলেন এই শেঠ পরিবারের সদস্য। প্রফুল্ল শেঠের আরও একটি পরিচয় হল, কাশিপুর সরস্বতী ক্লাবের অন্যতম কর্তা ছিলেন। গত বছর (২০২২) এই ক্লাব শতবর্ষ পূর্ণ করেছে। সেই উপলক্ষ্যে চলতি বছরে ক্লাবকে নানান অনুষ্ঠান করা শুরু করেছিলেন প্রফুল্লবাবু। প্রসঙ্গত উল্লেখ্য এই কাশিপুর সরস্বতী ক্লাব থেকেই উঠে এসেছেন কার্তিক শেঠ, মহম্মদ মকিমরা। এই ক্লাবই ছিল তাঁর প্রাণ।
সাতের দশকে চারু মজুমদারের নেতৃত্বে তখন বাংলায় নকশালদের বিপ্লব চরমে। সেই সময়ে নকশাল মোকাবেলায় (তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়) কাশিপুর ভয়ঙ্কর চেহারা নিয়েছিল। সেই সময় থেকেই পরোক্ষভাবে কাশিপুর সরস্বতী ক্লাব করা শুরু করে দিয়েছিলেন প্রফুল্ল শেঠ। ময়দানের বহু ঘটনার সাক্ষী তিনি। নিয়মিত গড়ের মাঠে আসতেন। আড্ডা দিতেন জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাবে। তাঁর মৃত্যুতে গড়ের মাঠে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রফুল্লবাবুর মৃত্যুর খবর পাওয়ার পর কাশিপুর ছুটে যান ময়দানের বহু কর্তারা। উপস্থিত হয়েছিলন আইএফএ কর্তারাও। আইএফএ সচিব অনির্বান দত্ত গভীর শোক প্রকাশ করে বলেন, “প্রফুল্লবাবু এই বয়সেও মাঠে আসতেন। তাঁর কাশিপুর সরস্বতী ক্লাবকে নিয়ে এখনও স্বপ্ন দেখতেন। একটা সময় আইএফএ-এর সহসচিব ও সহসভাপতি পদে থেকে যোগ্যতার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।”