প্রিমিয়ার লিগে প্রথম একাদশে ৫ বাঙালি ফুটবলার বাধ‍্যতামূলক

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ও প্রথম ডিভিশনের ম‍্যাচে প্রথম একাদশে ৫ বাঙালি ফুটবলার রাখাটা বাধ‍্যতামূলক। এবারের কলকাতা লিগে নয়া নিয়ম লাগু হতে চলেছে। শুক্রবার আইএফএ-র কর্তাদের বৈঠকে কলকাতা লিগ নিয়ে এমন প্রস্তাব উঠে এল। সব কিছু ঠিক থাকলে আসন্ন কলকাতা লিগের প্রথম ডিভিশন ও প্রিমিয়ার ডিভিশনে এই নিয়ম চালু হতে যাচ্ছে। প্রতিটি দলে প্রথম একাদশে ৫ জন করে বাঙালি ফুটবলারকে রাখতেই হবে।

এদিন সভায় আপাতত ঠিক হয়েছে, নিচের ডিভিশনের লিগ শুরু হবে মে মাসে। আর প্রিমিয়ার লিগ শুরু হবে জুন-জুলাই মাসে। অন‍্যদিকে, কলকাতা লিগ বিদেশি ফুটবলার হীন হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আইএফএ। বিভিন্ন ক্লাবের একটা অংশ চায়ছে বিদেশিহীন লিগ হোক। আবার আর একটা অংশ চায়ছে বিদেশিদের নিয়েই লিগ হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here