প্রিমিয়ার লিগঃ কালিঘাটের জয়, ডালহৌসি-টালিগঞ্জ ম‍্যাচ ড্র

0

◆জয়ের পর কালিঘাট এমএসের ফুটবলাররা। বুধবার রবীন্দ্র সরোবরে। ছবি -দেবত্রী ঘোষ ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জয় দিয়ে লিগ অভিযান শুরু করল কালিঘাট এম এস। বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের খেলায় কালিঘাট এম এস ৩-০ গোলে হারাল এফসিআইকে। গোলদাতা মহম্মদ শাকিরুল, সুদীপ শর্মা সরকার ও বিজয় কর্মকার।

কালিঘাট-এফসিআই ম‍্যাচের একটি মূহুর্তে। বুধবার রবীনদ্র সরোবর। ছবি – দেবত্রী ঘোষ

প্রসঙ্গত, আজ,বুধবার কালিঘাট এম এস – এফসিআই ছাড়াও আরও দুটি ম‍্যাচ ছিল। দমদমের সুরের মাঠে ডালহৌসি অ‍্যাথলেটিক ক্লাব ও টালিগঞ্জ অগ্রগামী ম‍্যাচ গোলশূন‍্য ভাবে শেষ হয়েছে। কল‍্যাণী স্টেডিয়ামে পিয়ারলেস ও সিএফসি ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। পিয়ারলেসের হয়ে অমিত টুডু ও সিএফসির হয়ে বরুণ গোল করেছেন।

ম‍্যাচের সেরাকে পুরস্কৃত করছেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি। ছবি – দেবত্রী ঘোষ

এদিন পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের খেলায় টাউন মাঠে বেলেঘাটা বালক বৃন্দ ৩-০ গোলে হারাল ফ‍্যাসন জোন এইচপি ইনস্টিটিউটকে। বিজি প্রেসের মাঠে হেস্টিংস ২-০ গোলে হারাল মিত্র সম্মিলনীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here