প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে এবারও থাকছে না অবনমন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত‍্যাশিতভাবেই এবারও প্রিমিয়ার ‘এ’ডিভিশনে অবনমন থাকছে না। ২০ জুলাই, প্রিমিয়ার ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে হওয়া বৈঠকেই আঁচ পাওয়া গিয়েছিল। আজ,শনিবার সেই প্রিমিয়ার ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকেই অবনমন না থাকাটা শিলমোহর পড়ল। সংশ্লিষ্ট ডিভিশনের একাধিক ক্লাব কর্তাদের দাবি ছিল এবারও যেন অবনমন না থাকে। সেই সব ক্লাবদের দাবিকে মান‍্যতা দিয়ে এবারও অবনমন তুলে দেওয়া হল। এদিনই ১১ টা প্রিমিয়ার দলদের ক্রীড়া সূচিও তৈরি হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২ অগাস্ট প্রিমিয়ার লিগ শুরু হবে।

মাঠের দুরাবস্থা

এই বিষয়ে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”এআইএফএফের দিক থেকে যদি কোনও সমস‍্যা না হয় তাহলে আগামী ২ অগাষ্ট থেকেই প্রিমিয়ার লিগ শুরু হবে। এই ১১ টা দলের লিগের শেষে সুপার সিক্সের ক্রীড়া সূচি তৈরি হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, এবার প্রিমিয়ার ডিভিশনে সিআরএসের সঙ্গে সিএমএস করা হবে এই প্রথম। এই সিআরএস, সিএমএস করার ক্ষেত্রে এআইএফএফের দিক থেকে একটু সময় লাগতে পারেই বলে ২৭ জুলাই থেকে সম্ভবত ২ অগাস্টকে লক্ষ‍্য রেখে এগোচ্ছে আইএফএ। আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি বলেন,”২ অগাস্ট প্রিমিয়ার লিগ শুরু করার ক্ষেত্রে আমরা তৈরি আছি। এআইএফএফের দিক থেকে কোনও সমস‍্যা না হলে নিদিষ্ট দিনেই লিগ শুরু হবে।”

মাঠ ঠিক করার কাজ চলছে। শনিবার

এদিকে, ২১ জুলাই সমাবেশের কারণে গড়ের মাঠের একাধিক মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন নিচের ডিভিশনের লিগ শুরু করা যাচ্ছে না। ইতিমধ‍্যে আইএফএ মাঠ ঠিক করার কাজ শুরু করে দিয়েছে। যদি শনিবার,রবিবার প্রবল বৃষ্টি না হয় তাহলে মঙ্গলবার থেকেই ম‍্যাচ শুরু হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here