প্রিমিয়ারে পৌঁছে গেল সুরুচি, কালীঘাট লাভার্স,কলকাতা পুলিশ ও মেসারার্স

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে কলকাতা লিগ শেষ হল। মঙ্গলবার প্রথম ডিভিশনের শেষ ম‍্যাচ দিয়ে শেষ হল ২০২৩’২৪ মরসুমের কলকাতা লিগ। এদিন, নৈহাটি স্টেডিয়ামে এই ডিভিশনের চ‍্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সুরুচি সংঘ ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ‍্যাসোসিয়েশন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কালীঘাটকে ৩-২ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় সুরুচি সংঘ। ৩৯ পয়েন্ট নিয়ে চ‍্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অনায়াসে প্রিমিয়ার ডিভিশনে পৌঁছে গেল সুরুচি সংঘ।

অন‍্যদিকে, কালীঘাট স্পোর্টস লাভার্স ৩৭ পয়েন্ট নিয়ে প্রথম ডিভিশনে রানার্স হল। এই দুটি দল ছাড়াও প্রিমিয়ার ডিভিশনে পৌঁছে গেল কলকাতা পুলিশ দল ও মেসারার্স। প্রসঙ্গত উল্লেখ্য,এই চারটি দলই এবার প্রথম প্রিমিয়ার ডিভিশনে উঠল।

চ‍্যাম্পিয়ন সুরুচি সংঘের শীর্ষ কর্তা স্বরূপ বিশ্বাস ম‍্যাচের পর জানিয়েছেন,”এই সাফল‍্যের যাবতীয় কৃতিত্ব দলের ফুটবলারদের। আর আমাদের টিডি রঞ্জন ভট্টাচার্যের বিরাট অবদান আছে। দারুন ভাবে টিমটাকে ধরে রেখেছিলেন। কৃতিত্ব দেব দলের সকল কোচ সহ সাপোর্ট স্টাফদেরও।”

কালীঘাট লাভার্সের শীর্ষ কর্তা বাবুন ওরফে স্বপন ব‍্যানার্জি কখনও হারকে ভাল ভাবে নিতে পারেন না। তবে এদিন হেরে গিয়েও নিজেদের ফুটবলার ও বিপক্ষের দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন। স্বপন ব‍্যানার্জি জানান,”সুরুচি ও কালীঘাট লাভার্স একটা পরিবারের মত। মাঠের লড়াইয়ে হারলাম। ওদের অভিনন্দন জানাই। প্রিমিয়ারের ম‍্যাচে আবার লড়াই হবে।”

প্রিমিয়ারে ওঠার লড়াইয়ে ক‍্যালকাটা পোর্ট ট্রাস্ট আগেই ছিটকে গিয়েছিল। কিন্তু অনুশীলনী ক্লাবের সুযোগ ছিল। এদিন কলকাতা পুলিশের সঙ্গে ড্র করলেই প্রিমিয়ারে উঠতে পারত। কিন্তু পুলিশের কাছে হেরে যাওয়ায় এই বছর আর প্রিমিয়ারে ওঠা হল না অনুশীলনীর। তবে ম‍্যাচের একদিন আগে সোসাল মিডিয়ায় অনুশীলনী জানিয়েছিল, তাদের দলে কয়েকজন ফুটবলার সিভিক পুলিশে কর্মরত। কলকাতা পুলিশের সঙ্গে ম‍্যাচ। এই গুরুত্বপূর্ণ ম‍্যাচে যাতে অনুশীলনীর হয়ে সেই সব ফুটবলাররা খেলতে না পারে, তার জন‍্য মঙ্গলবার সংশ্লিষ্ট ফুটবলারদের ইচ্ছে করেই নাকি ডিউটি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here