প্রায় তিন যুগ পর IFA-তে মহিলা সহসচিব করার প্রস্তাব

0

◆সন্দীপ দে◆

আটের দশকের শেষ দিকে আইএফএতে প্রথম সহসচিব পদে বসেছিলেন কোনও এক মহিলা ফুটবল সংগঠক। বৌবাজার YMSA এর অনিমা পন্ডিত। তখন আইএফএ-সচিব ছিলেন প্রয়াত প্রদ‍্যোৎ দত্ত। অনিমা পন্ডিতই ছিলেন আইএফএ-এর ইতিহাসে প্রথম ও শেষ মহিলা সহসচিব। তারপর কেটে গিয়েছে প্রায় তিনটি যুগ। সব কিছু ঠিক থাকলে আইএফএ- সহসচিব পদে ফের বসতে চলেছেন ময়দানের কোনও মহিলা সংগঠক।

বুধবার,সন্ধ‍্যায় জর্জটেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের তাঁবুতে ‘দল’-এর বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক ক্লাব কর্তা। সেই সঙ্গে ছিলেন আইএফএ-এর চেয়ারম্যান সুব্রত দত্ত,সচিব অনির্বান দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস,তিন সহসচিব সুফল গিরি,রাকেশ (মুন) ঝাঁ ও নজরুল ইসলাম। বৈঠকে হঠাৎ প্রস্তাব ওঠে, মহিলা ফুটবল চর্চা আগের থেকে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে একজন মহিলাকে সহসচিব পদে আনা হোক। এই প্রস্তাবটি আনেন ময়দানের প্রবীন কর্তা প্রদীপ বসু। এই প্রস্তাব শুনে বৈঠকের উপস্থিত কর্তারা সরাসরি ‘হ‍্যাঁ’ না বললেও, ‘না’ও কিন্তু বলেননি। অর্থাৎ ধরেই নেওয়া যায় প্রদীপ বসুর এই প্রস্তাব কার্যত মেনেই নিয়েছেন উপস্থিত কর্তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় দশ মাস হয়ে গেল, আইএফএ-এর বর্তমান চার সহসচিবের (সুফল গিরি, শুভাশিস সরকার,রাকেশ (মুন) ঝাঁ ও নজরুল ইসলাম) -এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন করে সহসচিব নির্বাচন না হওয়ায় এই চার কর্তা এখনও সহসচিবের কাজ চালিয়ে যাচ্ছেন। অগাষ্ট মাসে একবার রটে যায়, পুজোর আগেই সহসচিব নির্বাচন হবে। কিন্তু হয়নি। থমকে আছে। কেন হয়নি সেই নিয়ে অতীতে বহবার প্রশ্ন করা হয়েছিল আইএফএ-এর সভাপতি,সচিব এবং চেয়ারম‍্যানকে। কিন্তু সেই প্রশ্নের উত্তর তাঁদের কাছে পাওয়া যায়নি। এক চিলতে হাসি দিয়ে প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। তাহলে কি ধরে নিতে হবে আইএফএ-এর পদাধিকারীদের ‘কোটা’য় এখনও রফা হয়নি? সেটাও জানা যাচ্ছে না। তবে বুধবার সন্ধ‍্যায় প্রদীপ বসুর হঠাৎ প্রস্তাব দেওয়ার ব‍্যাপারে দুটি ব‍্যাপার পরিস্কার হল, ১)এবার সহসচিব নির্বাচন করে ফেলতে চায়ছেন কর্তারা। ২) চারটি সহসচিবের জায়গায় তিনজন পুরুষ ও একজন মহিলা এবার সহসচিব হবেন।

মহিলা সহসচিবের প্রস্তাবের বিষয়ে সন্ধ‍্যায় আইএফএ সচিব অনির্বান দত্তকে দুটি প্রশ্ন করলে তিনি যা বললেন সেটা শুনে দ্বন্দ্বে পড়তে হয়। অনির্বানের সঙ্গে ‘ইনসাইড স্পোর্টস’-এর ছোট্ট কথোপকথনটা এই রকম ছিল।

প্রশ্নঃ এবার নাকি আইএফএ-এর সহসচিব পদে একজন মহিলাকে দেখা যাবে? এই প্রস্তাবে আপনার মত কি?

অনির্বান দত্তঃ দল যাকে চাইবে,সেই সহসচিব পদে আসবেন।
প্রশ্নঃ কোন দলের কথা বলছেন?

অনির্বান দত্তঃ আমি যাদের সমর্থন নিয়ে সচিব হয়েছি,তাঁদের নিয়েই দল। সেই দল যাকে চায়বে সেই সহসচিব পদে আসবেন।

এই উত্তর দেওয়ার পর অনির্বান এই বিষয় নিয়ে আর কোনও মন্তব‍্য করেননি। তাঁর উত্তরের ইঙ্গিতটা কি ছিল তা বোঝার জন‍্য ময়দান রাজনীতির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। রাজ‍্য ফুটবলের নিয়ামক সংস্থাকে কেন্দ্র করে দুটি “দল” নামক এই জটিল শব্দটি বড্ড বেশি ঘোঁট পাকিয়ে যায়। এই সহসচিব পদের জন‍্য ইলেকশন নাকি সিলেকশন হবে, তা এখনই কিছু বলা যাচ্ছে না। যারা এখন এই পদে থেকে কাজ করছেন তাঁদের মধ‍্যে এক তরুণ কর্তা নিজের কাজের দক্ষতা দেখিয়ে অনেকের মন জয় করে নিয়েছেন। দ্বিতীয় জন আছেন,যার গ্রহণযোগ‍্যতা তলানিতে ঠেকেছে। তৃতীয় জন মাঝখানে মাসের পর মাস নিজেকে আড়ালে রেখেছিলেন। আর চতুর্থজন হলেন প্রবীন। পেপারওয়ার্কটা ভাল করেন। নিয়মিত কাজ করেন। এই চারজনের মধ‍্যে নতুন টার্মে কে সহসচিব পদে থাকবেন, আর কারা বাদ পড়বেন তা সময় বলবে। তবে এটুকু পরিস্কার খুব শীঘ্রই সহসচিব পদের নির্বাচন হতে চলেছে।

এদিনের ‘দল’-এর সভায় ঠিক হয়, বয়স ভিত্তিক লিগে ফুটবলারদের বয়স ভাঁড়ানো ইস‍্যুতে আইএফএ সামনের মরসুমে আরও কড়া হতে চলেছে। পাশাপাশি সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ হওয়ার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন,এবার থেকে এক বছর আগে থেকে বাংলা দল গড়ার প্রস্তুতি নেওয়া হোক। আগেই কোচ নিয়োগ করে দল গড়া হোক। সভায় এই ইস‍্যু উঠলে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”প্রস্তাব ভাল। কিন্তু এক বছর ধরে দল গড়ার কাজ শুরু করলে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। এই টাকা কে দেবে? আইএফএতে এখনও সাড়ে ছয় কোটি টাকার দেনা। ক্রীড়ামন্ত্রী টাকার ব‍্যাপারে কিন্তু কিছু বলেননি।” অনির্বানের এই বক্তব‍্য শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় পুরো বিষয়টা জানিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেবে আইএফএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here