প্রাক্তনদের নিয়েও ইস্টবেঙ্গল কর্তাদের শেষ চেষ্টা ব‍্যর্থ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : চূড়ান্ত চুক্তিপত্রের কিছু শর্ত বদল করতে ইস্টবেঙ্গল কর্তাদের শেষ ভরসা (প্রাক্তন ফুটবলাররা) ব‍্যর্থ হল। সোমবার সন্ধ‍্যায় সদ‍্য গড়ে ওঠা প্রাক্তনদের নিয়ে কোর কমিটি ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন, আগে সই করে ফুটবল খেলুক। পরে সবাই মিলে বাকি সমস‍্যার সমাধান করবেন। রবিবার মনোরঞ্জন ভট্টাচার্যও একই কথা বলেছিলেন। তাঁর কথাকে মান‍্যতা দিয়েই কোর কমিটির বাকি দশ প্রাক্তন সই করার পক্ষ‍ে রায় দিয়েছেন। এছাড়া আর কোনও উপায় ছিল না সেটা প্রাক্তনরা বুঝে গিয়েছিলেন।

কোর কমিটির বৈঠকে ১০ প্রাক্তন ফুটবলার। সোমবার সন্ধ‍্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে।

এদিকে, দেবব্রত সরকারদের সমর্থনে কথা বলতে গিয়ে মুখ পুড়লো এক ঝাঁক প্রাক্তন ফুটবলারদের। একটি সূত্রের খবর, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেও দেবব্রত সরকাররা ব‍্যর্থ হয়েছেন। কারণ স্পষ্ট, মুখ‍্যমন্ত্রীর কাছে ইস্টবেঙ্গলের এক প্রভাবশালী কর্তার ভাবমূর্তি খুব খারাপ হয়ে গিয়েছে। সেটা বুঝতে পেরেই নাকি বাধ‍্য হয়ে প্রাক্তন ফুটবলারদের বুঝিয়ে সামনে আনা হয়। কয়েকটা দিনের জন‍্য কর্তাদের বড় ভরসা হয়ে উঠেছিলেন এই প্রাক্তনরা। এমনকি সাতে-পাঁচে না থাকা সুকুমার সমাজপতিও কর্তাদের পক্ষ নিয়ে মত দিতে গিয়ে লাল-হলুদ জনতার কাছে সমালোচিত হয়েছিলেন। অভিযোগ, ইনভেস্টরকে প্রভাবিত করার জন‍্য প্রাক্তন ফুটবলারদের অতি সক্রিয় করে তোলার পিছনে ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন কর্তাদের ভূমিকা আছে বলে শোনা যাচ্ছে। কর্তাদের দেখা না করলেও,প্রাক্তন ফুটবলারদের নিশ্চিত দেখা করবেন মুখ‍্যমন্ত্রী, এই বিশ্বাসটা ছিল কর্তাদের। কিন্তু তাঁদের ভাবনাটাই ভুল। তবে পুরো ঘটনায় বিরক্ত কয়েকজন প্রাক্তন ফুটবলার। প্রাক্তনরা ভাবতেই পারেননি যে, মুখ‍্যমন্ত্রী বা বাঙ্গুর গোষ্ঠীর কর্ণধার হরিমোহন বাঙ্গুর তাদের আলোচনার জন‍্য সময়ই দেবেন না। মুখ‍্যমন্ত্রীকে দেখা করার জন‍্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির উত্তরই দেননি মুখ‍্যমন্ত্রী।

কোর কমিটির এক সিনিয়র প্রাক্তন ফুটবলার (নাম প্রকাশ‍ে অনিচ্ছুক) ফোনে “ইনসাইড স্পোর্টস”কে বলেছেন,”ইস্টবেঙ্গল আইএসএলে খেলুক আমরা সবাই চাই। ভেবেছিলাম, মাননীয়া মুখ‍্যমন্ত্রী ও বাঙ্গুর গোষ্ঠীর সদস‍্যরা আমাদের সঙ্গে বসবেন। সেটা হলই না। ভীষন খারাপ লেগেছে। ভাবিনি এমনটা হবে। মনাই ( মনোরঞ্জন ভট্টাচার্য ) ঠিক বলেছে। আগে সই করো, খেলা শুরু করো।”

কোর কমিটির প্রাক্তন সদস‍্য প্রশান্ত ব‍্যানার্জি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন,”মুখ‍্যমন্ত্রী এখন খুবই ব‍্যস্ত আছেন। আমাদের এখনও সময় দিতে পারেননি। বাঙ্গুর গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও দেখা করেননি। বাঙ্গুর গোষ্ঠীর দেখা না করার ব‍্যাপারটা আমাদের কাছে অপমানজনক। মনোরঞ্জন যা বলেছে আমরা সবাই সেটাই মনে করি ঠিক সিদ্ধান্ত। আগে সই করে খেলুক। আমরা ক্লাবকে আমাদের মতামত জানিয়ে দিয়েছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, দুইদিন আগেই হরিমোহন বাঙ্গুর এক বিবৃতিতে বলেছেন, প্রাক্তন ফুটবলাররা ক্লাবের সম্পদ। তাঁদেরকে নিয়েই এসসি ইস্টবেঙ্গল চলবে। তবে আগে সই হয়ে যাক। পরে আলোচনা করতে কোনও সমস‍্যা নেই।”

তাহলে? সই হচ্ছে? প্রাক্তনরাও যখন সই-এর পক্ষ‍ে মত দিয়েছেন। তখন দেবব্রত সরকাররা ফের এক অজুহাত তুলে আরও দুটিদিন হাতে সময় নিয়ে নিলেন। সোমবার প্রাক্তনরা নিজেদের মতামত জানানোর আধঘন্টার মধ‍্যে ইস্টবেঙ্গলের এক কর্তা জানান,”আমরাও আইএসএল খেলতে চাই। কদিন আগে চুক্তিপত্রের সাতটি শর্ত সংশোধন করেছে ইনভেস্টর। কিন্তু নতুন করে যে চুক্তিপত্র পাঠানো হয়েছে সেই চুক্তিপত্রে সংশোধিত শর্তের কোনও উল্লেখ নেই। আগে ওরা সংশোধিত চুক্তিপত্র পাঠাক। তাহলে সই হবে।” অর্থাৎ চুক্তি জট অব‍্যহত।

শ্রীসিমেন্টের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে,”নতুন করে যে চুক্তিপত্র পাঠানো হয়েছে তাতে সংশোধন করা শর্তগুলির উল্লেখ আছে। হয়তো ওদের বুঝতে অসুবিধা হয়েছে। প্রয়োজনে আমরা আবার চুক্তিপত্র পাঠিয়ে বুঝিয়ে দেব।”

যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইস্টবেঙ্গল কর্তাদের চূড়ান্ত চুক্তিপত্রে সই করতেই হবে। এছাড়া অন‍্য কোনও রাস্তা খোলা নেই। সেটা বুঝে গিয়েছেন দেবব্রত সরকাররা। দেরিতে হলেও সই হচ্ছেই। আর এবার আইএসএলেও খেলবে এসসি ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here