ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪। এখনও ভারত পিছিয়ে ৩১০ রানে। দ্বিতীয় দিনের সকালটা দাপটের সঙ্গেই শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ শতরান করেন। প্রথম সেশনে ভারতের প্রাপ্তি বলতে শুধু ছিল প্যাট কামিন্সের উইকেট। জাদেজার বলে ৪৯ রানে আউট হন কামিন্স। লাঞ্চের বিরতির পর অবশ্য ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট ফেলতে বেশি সময় নিলেন না। স্মিথ ১৪০ রান করে আকাশ দীপের বলে আউট হলেন। ৪৭৪ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের যবনিকা পতন হল।
দলের ৮ রানের মাথায় রোহিত আউট হওয়ার পর তিন নম্বরে নামেন কেএল রাহুল। তিনি এবং যশস্বী ভারতীয় ইনিংসকে টানতে থাকেন। দুই জনের পার্টনারশিপে ভারত ৫০ রানের গণ্ডি অতিক্রম করে। কিন্তু চা পানের বিরতির আগেই আউট হলেন রাহুল। ৪২ বলে ২৪ রান করে কামিন্সের বলে আউট হলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল তিনটি চার। ঠিক যখন উইকেটে থিতু হলেন তখনই আউট হলেন রাহুল। চা পানের বিরতির পর যশস্বীর সঙ্গী হলেন কোহলি। যশস্বী অর্ধশতরান পূরণ করেন। অন্যদিকে বিরাটও ক্রমশ জমাট হয়ে রান করতে থাকেন। দুই জনে ১০০ রানের পার্টনারশিপও তৈরি করেন। যশস্বী ক্রমেই শতরানের দিকে এগিয়ে চলছিলেন, ঠিক তখনই ঘটল বিরাট ছন্দ পতন। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন যশস্বী।
২ য় দিনের শেষে ক্রিজে আছেন জাদেজা(৪) এবং পন্থ(৬)। এই দুই জনই বিরাট ভরসা ভারতের। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স এবং বোল্যান্ড দুটি করে উইকেট নিয়েছেন। তৃতীয় দিনের সকালে কঠিন পরীক্ষার মুখে ভারত।