ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এই প্রথম ভারতীয় কোনও দম্পতি অলিম্পিকের মতো মেগা ইভেন্টে অংশ নিতে চলেছেন। অতনু দাস ও দীপিকা কুমারী। ভারতের সফল তিরন্দাজ। এই দম্পতিই হল প্রথম ভারতীয় যারা আসন্ন টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন।
করোনা পরবর্তী সময়ে তাঁদের টোকিও অলিম্পিকসের প্রস্তুতি চলছে। কিছুদিন আগে পুণেতে অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য যে ফাইনাল সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রায়ালেই টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন অতনু দাস এবং দীপিকা কুমারী। পরভিন যাদব,অতনু দাস এবং তরুনদীপ রাই ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো পেয়েছিলেন। অলিম্পিক যোগ্যতা নির্নায়ক ট্রায়ালে পরভিন প্রথম, অতনু দাস দ্বিতীয় এবং তরুন রাই তৃতীয় হয়েছিলেন। মেয়েদের মধ্যে দীপিকা কুমারী প্রথম, অঙ্কিতা ভকত দ্বিতীয় ও কমলিকা বারি তৃতীয় হয়েছিলেন। তিনজনই ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করেছিলেন।
এই মূহুর্তে খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অতনু-দীপিকা। লকডাউনের সময় তাঁরা বিয়ে করেছেন। এই বছরেই ‘অর্জুন’ সম্মান পেয়েছেন অতনু। দীপিকা কুমারী আগেই অর্জুন পুরস্কার পেয়েছেন। এই দম্পতি ‘অর্জুন’ -এর পাশাপাশি অলিম্পিকেও যাচ্ছেন। যা ভারতীয় ক্রীড়ায় এমন নজির নেই। এবার নিয়ে দ্বিতীয় বার অলিম্পিকে অংশ নিচ্ছেন বাঙালি তীরন্দাজ অতনু। তাঁর স্ত্রী
দীপিকা এর আগে দু’বার অলিম্পিকে অংশ নিয়েছেন। এবার নিয়ে তৃতীয়বার “অলিম্পিকে অংশ নিতে চলেছেন দীপিকা।
অলিম্পিকে পদক জেতার স্বপ্ন সবাই দেখে। তাঁরাও সেই স্বপ্ন দেখছেন। টোকিও অলিম্পিকে নিজেদের সেরাটাই দেবেন বলে জানিয়েছেন অতনু দাস।