ভারত (প্রথম ইনিংস ) : ৩২৭/১০ দ্বিতীয় ইনিংস : ১৭৪/১০
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস ) : ১৯৭/১০
দ্বিতীয় ইনিংস : ১৯১/১০ (এলগার ৫২, বাভুমা ৩৫*)
ভারত ১১৩ রানে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩০ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে অনায়াস জয় ছিনিয়ে নিল ভারত। পঞ্চম দিনে ভারত জিতল ১১৩ রানে। একই সঙ্গে বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে ইতিহাস গড়ল ভারত। এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল ভারত।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়ল ভারত।
ভারতের দ্বিতীয় ইনিংস ১৭৪ রানে শেষ হয়ে গেলেও দঃআফ্রিকার সামনে ৩০৫ রানের টার্গেট রাখে ভারত ৷ এই লক্ষ্য মাত্রা সামনে রেখে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন বুধবার। তবে গতকালই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দঃ আফ্রিকা। আর বৃহস্পতিবার শামি-সিরাজের দাপটে এল কাঙ্খিত জয়। সামি ও বুমরা তিনটি করে এবং শার্দুল ও অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন। আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।