প্রতিক্ষার অবসান,জুয়ান ফেরান্দোই এটিকে মোহনবাগানের কোচ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২০ ডিসেম্বর : অবশেষে জুয়ান ফেরান্দোই এটিকে মোহনবাগানের কোচ হিসেবে ঘোষণা করল টিম ম‍্যানেজমেন্ট। সোমবার সন্ধ‍্যায় এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, হাবাসের পরিবর্ত হিসেবে তাঁদের নতুন মূখ‍্য কোচ হিসেবে স্পেনের জুয়ান ফেরান্দোকেই নিয়োগ করা হল। এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্টের ঘোষণার পর জুয়ান এক বিবৃতিতে বলেন, “ আমি, প্রথম দিন থেকে নিজের ১১০ শতাংশ দেব, যাতে সমর্থকরা সেরা ফুটবল দেখতে পান। আশা করি আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে আনন্দ করতে পারবো। দল যাতে সব সময় নিজের সেরাটা মাঠে দিতে পারে, সেই চেষ্টায় আমার থাকবে।”

মঙ্গলবার নর্থ-ইস্টের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। এই ম‍্যাচ থেকেই বাগানের বেঞ্চে দেখা যাবে গোয়া এফসি ছেড়ে আসা কোচ জুয়ানকে। আপাতত ছয় ম্যাচ খেলে সাত নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। এখনও প্লে-অফে পৌঁছনোর আশা রয়েছে।

এদিকে, গোয়া ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ফেরান্দো মাঝপথেই সম্পর্ক ছিন্ন করায় বিরক্ত গোয়ার কর্তারা। যাকে গোটা দলের মূখ‍্য কোচের দায়িত্বে আনা হয়েছিল সেই জুয়ান ফেরান্দো বেশি টাকায় এটিকে মোহনবাগানে চলে গেল। জুয়ানের দায়িত্ব হীনতায় প্রচন্ড বিরক্ত গোয়া এফসির কর্তারা। তবে তাদের সঙ্গে চুক্তি থেকে বেড়িয়ে আসার ক্লজ মেনে এটিকে মোহনবাগান গোয়ার ফ্রাঞ্চাইজিকে জরিমানার টাকা দিয়েই জুয়ান ফেরান্দোকে নিজেদের কোচ করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here