পোল‍্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

0

আর্জেন্টিনা ২ (ম্যাক অ্যালিস্টার, আলভারেস)

পোল্যান্ড – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পোল‍্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষ থেকে (৬ পয়েন্ট নিয়ে) প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। গোলদুটি করেছেন অ‍্যালিস্টার ও অ‍্যালভারেজ।

সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌছতে হলে এদিন আর্জেন্টিনাকে জিততেই হত। ‘ডু অর ডাই’ ম‍্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি,ডি মারিয়া, আকুনারা। আর্জেন্টিনার আক্রমণ সামলাতে প্রথমার্ধের প্রায় পুরো সময় ধরে আট-নয়জন নিজেদের বক্সে থেকে ডিফেন্স করে গেলেন পোল‍্যান্ডের ফুটবলাররা।

তবে ম‍্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত মেসি বাহিনী। ৩৮ মিনিটের মাথায় অবিশ্বাস্য ভাবে পেনাল্টি নষ্ট করেন মেসি। এমন এক গুরুত্বপূর্ণ ম‍্যাচে পেনাল্টি নষ্ট করেও দমে যায়নি আর্জেন্টিনা। বরং আক্রমণের ঝাঁজ আরও বাড়ায়।

প্রথমার্ধে গোলশূন‍্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করেন ম‍্যাক অ‍্যালিস্টার। ৪৮ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ‍্যালিস্টার। লাইন থেকে দৌড়ে বল টেনে ক্রস বাড়িয়েছিলেন হোসে মোলিনা। সেই ক্রস থেকে গোল করেন অ‍্যালিস্টার। ৬৭ মিনিটে ডান পায়ের দুরন্ত শটে গোল করে আর্জেন্টিনাওকে ২-০ গোলে এগিয়ে দেন আলভারেজ।

এদিকে, পোল‍্যান্ড হারলেও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। একই দিনে ও একই সময়ে সৌদি আরব ও মেক্সিকো মুখোমুখি হয়েছিল। সৌদি আরব কে ২-১ গোলে হারায় মেক্সিকো। কিন্তু জিতেও শেষ ষোলোয় যাওয়া হল না মেক্সিকোর। গ্রুপ লিগের শেষ ম‍্যাচ খেলার পর মেক্সিকোর ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। পোল্যান্ডেরও চার পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পোল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here