পুলিশের অনুমতি নেই! সপ্তমীতে মহমেডান-ইউনাইটেড ম‍্যাচ ঘিরে অনিশ্চয়তা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেন : মহসপ্তমীর দিনে মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টসের ম‍্যাচ অনিশ্চিত। তার কারণ নাকি পুলিশ অনুমতি দিচ্ছে না। রবিবার আইএফএ সরকারি ভাবে জানিয়ে দিয়েছিল, সপ্তমীর দিনে (মঙ্গলবার) কল‍্যাণীতে লিগের দ্বিতীয় সেমিফাইনাল মহমেডান ও ইউনাইটেড স্পোর্টসের ম‍্যাচ হবে। ফাইনাল হবে ১৮ অক্টোবর। কিন্তু শনিবার রাতে হঠাৎ পুলিশ জানিয়ে দেয়, মহা সপ্তমীতে তারা মাঠে পুলিশ দিতে পারবে না। স্বাভাবিক ভাবেই পরিস্থিতি জটিল। সবকিছু ঘোষণা করেও পুলিশের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার ম‍্যাচটাই অনিশ্চিত হয়ে গিয়েছে। তবে পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে। যাতে ম‍্যাচটা করানো যায়। আজ,সোমবার দুই ক্লাব কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। সেই বৈঠকের পরই ফের আর একবার “চূড়ান্ত” ক্রীড়াসূচি ঘোষণা করা হবে বল আই এফ এ সূত্রের খবর।

এখন প্রশ্ন উঠছে, পুলিশের অনুমতি যদি নাই পেয়ে থাকে তাহলে রবিবার বিকেলে দুই ম‍্যাচের তারিখ ও ভেন্যু ঘোষণা কি করে করল আইএফএ? পুলিশের অনুমতি না নিয়েই ম‍্যাচ ও ভেন্যু ঘোষণা করা হয়েছিল? কি এমন ঘটল যে, রবিবার রাতে পুলিশ হঠাৎ নিমরাজি হয়ে পড়ল? উঠছে নানান প্রশ্ন।

মহমেডান স্পোর্টিং ক্লাবের এক কর্তা ‘ইনসাইড স্পোর্টস’কে জানালেন, মঙ্গলবারের ম‍্যাচটা যাতে হয় তার জন‍্য আইএফএ সচিব জয়দীপ মুখার্জি খুব চেষ্টা করছেন। কারণ তাঁর পুলিশ মহলে ভাল যোগাযোগ আছে। আজ,সোমবার দুপুরে দুই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইএফএ সচিব। তারপরই নাকি মঙ্গলবারের ম‍্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here