পুরনো ভাড়াটিয়াদের অংশ বিক্রির প্রস্তাব ভালর জন‍্যইঃ সুব্রত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সামনের দিকে সুষ্ঠুভাবে এগোতে হলে শুধু আবেগকে ভরসা করে চললে হবে না। আইএফএকে আর্থিক বিষয়টা শক্ত করতে হলে কখনও সখনও কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আইএফএ-এর বাড়ির আংশিক বিক্রি করার বিষয় নিয়ে ফের মুখ খুললেন আইএফএ-এর চেয়ারম্যান সুব্রত দত্ত।

গতকাল (রবিবার) বিকেলে গভর্নিং বডির সভায় আইএফএ বাড়ির ভাড়াটিয়াদের অংশ বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন সুব্রতবাবু। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবের বিরোধিতা করে নাকচ করে দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। আর তাই নিয়ে ময়দানে গুঞ্জন অব‍্যহত। ঘটনার ২৪ ঘন্টার মধ‍্যে সুব্রত দত্ত নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। তাঁর প্রস্তাবে কোনও ভুল নেই বলে দাবি করেন সুব্রতবাবু। তিনি ফের নিজের প্রস্তাব সম্পর্কে সবিস্তারে ব‍্যাখ‍্যা করলেন ‘ইনসাইড স্পোর্টস’-এর কাছে।

দাদা-ভাই

অনির্বানের দাদা সুব্রত দত্ত বলছিলেন,”পুরনো ভাড়াটিয়াদের অংশ বিক্রির প্রস্তাব আইএফএ-এর ভালর জন‍্যই করা হয়েছে। আইএফএ-র বাড়িতে যে সব লিগাল ভাড়াটিয়া আছে তাদের তোলা যাবে না। সেক্ষেত্রে তাদের ভাড়ার জায়গাটা যদি তাদের কাছেই বিক্রি করা যায় তাহলে আইএফএ-এর নিজস্ব আর একটা ফ্লোর করার টাকা আসবে। একই সঙ্গে কিছু ভাড়াটিয়া ও বেদখল করে আছে, তাদেরকেও টাকা দিয়ে তোলা যাবে। আইএফএ -এর জায়গা সমস‍্যাটাও মিটে যাবে। লিগালি উচ্ছেদ করতে গেলে বহু বছর লেগে যাবে। বিক্রির পরিবর্তে দীর্ঘমেয়াদী চুক্তিতে লিজও দেওয়া যেতে পারে। তাহলেও মোটা টাকা আসবে। আর তা নাহলে আইএফএ যে তিমিরে আছে সেই তিমিরেই থাকবে। খোঁজ নিয়ে দেখুন যে সব ভাড়াটিয়া আছে তাদের কাছ থেকে খুব কম টাকা আইএফএ পায়। এখন বাড়ির মাত্র এক তৃতীয়াংশ আইএফএ-র দখলে। কাজেই বাড়ির আংশিক বিক্রি করলে দুই তৃতীয়াংশ আইএফএ-এর দখলে চলে আসবে। বাড়ির চেহারাটাই বদলে যাবে। এই সব করতে গেলে আবেগের কোনও জায়গা নেই। বাস্তবটা দেখতে হবে ব‍্যবসায়িক মনোভাব নিয়েই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here