ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : “পিভি সিন্ধুর সময়টা এখন খারাপ যাচ্ছে। ভুল শুধরে নেবে। ও খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। আশাকরি কমনওয়েলথ গেমসে ভাল পারফর্ম করবে”। বক্তা সিন্ধু,নেওহালের কোচ পুলেল্লা গোপীচাঁদ।
শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভিতে একটি বেসরকারি ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধনে এসে তাঁর ছাত্রী পি ভি সিন্ধু সম্পর্কে কথা গুলি বলছিলেন পুলেল্লা গোপীচাঁদ। তিনি আরও জানান, দরজায় কমনওয়েলেথ গেমস। ফের ভালো পারফরম্যান্সের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারতীয় দল। শেষবার এই প্রতিযোগিতায় ভালো ফল করেছিল ভারতীয়রা। বিশেষ করে ভারতীয় শাটলাররা দলগত বিভাগে সোনা জিতেছিল। ফলে এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় শাটলারদের পারফরম্যন্স নিয়ে আশাবাদী।
হরিনাভিতে ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধনে এসে তিনি বলেন,এই ধরনের অ্যাকাডেমি খুব প্রয়োজন। বাংলা থেকে নতুন প্রতিভা তুলে আনতে হবে। তিনি আরও জানান, তার হায়দরাবাদের গাচ্চিবল্লি অ্যাকাডেমির কোচেরা এখানে নিয়মিত কাজ করবেন। আর এখানকার চার কোচেকে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। এই ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।