পিছিয়ে যাচ্ছে আই লিগ, অনিশ্চত কলকাতা লিগ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : এবারের কলকাতা লিগ করা আদৌ সম্ভব? নির্দিষ্ট সময়ের মধ‍্যে সুষ্ঠুভাবে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম‍্যাচ সম্পূর্ন করা গিয়েছে। এবার কলকাতাতেই শুরু হবে আই লিগের মূলপর্বের খেলা। এই লিগ হওয়ার কথা ছিল ডিসেম্বরে। সেটা পিছিয়ে করতে চলেছে জানুয়ারি মাসে। এমনটাই জানা যাচ্ছে এআইএফএফ সূত্র থেকে। ১১ টা দলের মোট ৮০ টা ম‍্যাচ হবে। অর্থাৎ এই লিগ চলবে তিন মাসের বেশি সময় ধরে। লিগ শেষ হবে মার্চ মাসের শেষ দিকে।
তাহলে কলকাতা লিগ এবার আদৌ করা সম্ভব? যদি শুরুও হয় তাহলে একটা লিগ শেষ হতে না হতে ফের নতুন লিগ (২০২১ মরসুম) করার সময় এসে যাবে। প্রিমিয়ারের দলগুলির ক্ষেত্রে ব‍্যাক টু ব‍্যাক দুই মরসুমের জন‍্য দল করার টাকা কোথায় পাবে? গতবারের চ‍্যাম্পিয়ন পিয়ারলেস দলের কর্তা অশোক দাশগুপ্ত ‘ইনসাইড স্পোর্টস’-কে বলছিলেন,”আইএফএ বললে খেলতে হবে। তবে অনেক সমস‍্যা। দেখা যাক কি হয়।”
শুধু আর্থিক ব‍্যাপারটাই শুধু নয়, আইএসএল শুরু হবে নভেম্বরে। আইএসএল ও আই লিগ চলার সময়েই সমান্তরাল ভাবে যদি আইএফএ কলকাতা লিগ করতে চায় সেখানেও সমস‍্যা আছে। আইএসএলও চলবে প্রায় চার মাস। আইএসএল ও আইলিগ যখন চলবে তখন কোনও টিমের ফুটবলাররা জৈব বলয়ের থেকে বাইরে আসতে পারবেন না। সেক্ষেত্রে মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান কি করে কলকাতা লিগে খেলবে?
আইএফএ কর্তারা খুব করে চাইছেন লিগ ও শিল্ড করতে। কিন্তু সেটা সম্ভব কিনা এখনই বলা সম্ভব নয়।
প্রিমিয়ারে খেলা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্তা বলছিলেন, “স্পনসরদের কাছ থেকে টাকা নেওয়ার জন‍্য লিগটা করাতেই চলেছে আইএফএ সচিব। কি ভাবে টিম করতে হয় কোনও ধারনা আছে সচিবের? পাঁচ বছর মাঠ করলে তো আর সব জানা যায় না। ক্লাবদের কথা আগে ভাবতে হবে। লিগ করার আগে ক্লাবদের সঙ্গে আইএফএর উচিত আগে আলোচনা করা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here