ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ মার্চ : শুরু হওয়ার আগেই পিছিয়ে গেল ফুটসল টুর্নামেন্ট। কথা ছিল এপ্রিল মাসে ফুটসল শুরু করবে আইএফএ। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য থাকায় এপ্রিল মাসে এই ফুটসল টুর্নামেন্ট করার অনুমতি দিতে পুলিশের আপত্তি আছে। তাই এপ্রিলের পরিবর্তে ৮ মে শুরু করতে চায় আইএফএ। মঙ্গলবার বিকেলে আইএফএ-এর ফুটসল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসে এই বিষয়ে আলোচনা হয় সচিব জয়দীপ মুখার্জির সঙ্গে।
মিটিংয়ে জানানো হয়, আপাতত লক্ষ্য, ৮ মে টুর্নামেন্ট শুরু করা। পরিবর্তিত পরিস্থিতিতে দু-একদিন এগিয়েও আসতে পারে। কোন মাঠে হবে এই ফুটসল? আসলে ফুটসল মূলত ইন্ডোরই হয়ে থাকে। কিন্তু আইএফএ খোলা মাঠে করতে চাইছে। আপাতত ঠিক হয়েছে ময়দানের ডালহৌসি ক্লাবের টেনিস কোর্ট এবং সাউথসিটি মলে ফুটসলের ম্যাচ হবে। সব কিছু ঠিক থাকলে সাউথসিটি মলেই ফুটসলের উদ্বোধন হবে বলে আইএফএ ঠিক করেছে।
এদিকে, ফুটসলের জন্য বড় মাপের স্পনসর এখনও পায়নি আইএফএ। তবে ‘সেলভেল’ কোম্পানির সঙ্গে কথা অনেক দুর এগিয়েছে। ছোট করে হলেও ‘সেলভেল’-র ফুটসলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
আইএফএ কর্তাদের দাবি, ফুটসলে তিন প্রধান ক্লাব মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান অংশ নেবে। মোট ১৬ টি দল নিয়ে হবে ফুটসল। খেলা হবে লিগ কাম নকআউট ফর্ম্যাটে। এআইএফএফের নির্দেশে জুনের আগেই ফুটসল টুর্নামেন্ট শেষ করতে মরিয়া আইএফএ।