ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পাকিস্তানের ফুটবলে উপর বড় আঘাত ফিফার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগের ভিত্তিতেই পাকিস্তান ফুটবল ফেঠারেশনকে নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। আপাতত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পাকিস্তান ফুটবল দল। এমনকি পাকিস্তানের কোন ক্লাবও ফিফা অনুমোদিত কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।
উল্লেখ্য, গত ২৭ মার্চ পাকিস্তানের লাহোরে সে দেশের ফুটবল ফেডারেশনের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে। বন্দি করে নেওয়া হয় সেই সময় ফেডারেশনের অফিসে থাকা কর্তাদের। আসফাক আহমেদের নেতৃত্বে তৃতীয় পক্ষের নাক গলানোর অভিযোগ উঠেছিল ভারতের এই পড়শি দেশের ফুটবল পরিচালন সংস্থার বিরুদ্ধে।
অভিযোগ, জোর করে দফতরের উপর হামলা চালিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি সৈয়দ আসফাক হুসেন।
যতক্ষণ পর্যন্ত ফিফা নিযুক্ত কমিটির প্রধান হারুন মালিকের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখার সম্ভাবনা বেশি। কতদিনের জন্য নির্বাসন তা স্পষ্ট করে কিছু জানায়নি ফিফা।