পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

0

পাকিস্তান – ১৪৭/১০
ভারত – ১৪৮/৫
ভারত ৫ উইকেটে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিশেষজ্ঞরা বলে থাকেন, হার্দিক পান্ডিয়া আগের থেকে এখন অনেক পরিণত। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে জানেন। রবিবার দুবাইয়ের ইন্টারন‍্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পরিণত,মাথা ঠান্ডা রাখার প্রমাণ দিলেন হার্দিক। ভারতকে জিততে প্রয়োজন ছিল তিন বলে ৬ রান। দুই বল বাকি থাকতে ছক্কা মেরে ক্রিকেটের ডার্বি ম‍্যাচ জেতালেন হার্দিক পান্ডিয়া। ১৭ বল খেলে ৩৩ রান করলেন। আর বল হাতে ৩ উইকেট নিয়ে এদিনের ম‍্যাচের নায়ক হার্দিক।

ভুবনেশ্বর কুমার

এদিন টস জিতে পাকিস্তানকে ব‍্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে বল হাতে ঝড় তোলেন ভুবনেশ্বর কুমার। পাক অধিনায়ক বাবর আজমের উপর বিশেষ নজর ছিল টিম ইন্ডিয়ার। তবে বিশেষ কিছু করতে পারেননি বাবর। মাত্র ১০ রানে ভুবনেশ্বরের বলে আউট হয় বাবর। রিজওয়ান ৪৩ রান করলেও পাকিস্তানের বাকি ব‍্যাটাররা বিশেষ সুবিধা করতে পারেননি। ভুবনেশ্বর কুমার চারটি, হার্দিক পান্ডিয়া তিনটি উইকেট নিয়েছেন। পাকিস্তান ১৪৭ রানেই অল আউট হয়ে যায়।

আউট হয়ে ফিরছেন বিরাট

পাকিস্তানের জবাবে ব‍্যাট করতে নেমে শুরুর দিকে শূন‍্যতে আউট হন কে এল রাহুল। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন অধিনায়ক রোহিত ও বিরাট কোহলি। রোহিত ১২ রানে আউট হলেও বিরাট কোহলি কিছুটা হলেও স্বস্তি পেলেন ৩৫ রান করে। দীর্ঘদিন ধরে বিরাটের ব‍্যাটে রান নেই। সেই চাপ নিয়ে মাঠে নেমে ৩৪ বলে ৩৫ রান করে যেন ফিরে আসার ইঙ্গিত দিলেন। রবীন্দ্র জাদেজা করলেন ৩৫ রান।একটা সময় জয়ের লক্ষ‍্যে পৌঁছতেও ভারতের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ দুই ওভারে ভারতের রান দরকার ছিল ২১ রান। কিন্তু ১৯ ওভারে হার্দিক পান্ডিয়া তিনটি চার মেরে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন। শেষ ওভারে জাদেজা আউট হন। কিন্তু ক্রিজে ছিলেন হার্দিক। দুই বল বাকি থাকতেই ছক্কা মেরে ভারতকে জয় এনে দিলেন অল রাউন্ডার হার্দিক। ভারত ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here