◆পর্তুগালকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর দঃ কোরিয়ার উল্লাস◆
▪দক্ষিণ কোরিয়া – ২
▪পর্তুগাল – ১ (রিকার্ড হোর্তা)
▪উরুগুয়ে – ২
▪ঘানা – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গ্রুপ লিগে ঘানা ম্যাচে হারলেও ফুটবল রসিকদের মন জয় করে নিয়েছিল দক্ষিণ কোরিয়া। আর আজ,শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ খেলে ফের আর একবার মন জয়ের পাশাপাশি পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল দঃকোরিয়া। আর এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এই ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারাল দঃকোরিয়া।
অপর ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল একদা বিশ্বকাপ জয়ী উরুগুয়ে। গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলার পর দঃ কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট দাঁড়ায় ৪। গোল পার্থক্যও সমান। কিন্তু গ্রুপ পর্বে বেশি গোল করার ফলে এই গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দঃ কোরিয়া। জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে
প্রি-কোয়ার্টারে গেল দঃ কোরিয়া। আর সাত পয়েন্ট নিয়ে গ্রুপে প্রথম স্থান নিশ্চিত করল পর্তুগাল। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা পরপর দুটি ম্যাচ জিতে আগেই প্রি-কোয়ার্টর ফাইনালে নিশ্চিত করেছিলেন।
ম্যাচের পাঁচ মিনিটের মাথায় হোর্তা গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। কিন্তু গোল হজম করার পর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দঃ কোরিয়া। ২৭ মিনিটে ওয়াই কিম গোল করে সমতা ফেরান। ম্যাচের অতিরিক্ত সময়ে মোক্ষম সময়ে জয় সূচক গোল করেন দঃ কোরিয়ার হওয়াং।
অন্যদিকে ঘানা জিততে পারলে ৬ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছনোর সুযোগ ছিল। কিন্তু উরুগুয়ের কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ঘানা। আর ম্যাচ জিতেও ছিটকে গেল সুয়ারেজরা।