ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩১ মার্চ : প্রত্যাশিত ভাবেই পরের মরশুমেও এটিকে মোহনবাগানের কোচ থাকছেন হাবাস। বুধবার ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়,২০২১’২২ মরসুমের জন্য হাবাসের সঙ্গেই চুক্তি করা হল।
হাবাসের দুরন্ত পারফরমেন্সের জন্যই তাঁকে আবার কোচ হিসেবে রেখে দিতে বেশি আলোচনা করতে হয়নি এটিকে মোহনবাগান কর্তাদের। এখনও পযর্ন্ত আইএসএলে কলকাতার এই টিমে চারটি মরসুম কোচিং করিয়েছেন। ২০১৪ ও ২০১৯ গোয়েঙ্কাদের দলকে চ্যাম্পিয়ন করেছিলেন এই হাবাস।
এবার নতুন করে চুক্তি করার ফলে খুশি হাবাস। মাদ্রিদ থেকে হাবাস এক বিবৃতিতে বলেছেন,”কর্তারা আমাদের সাপোর্ট স্টাফদের উপর বিশ্বাস,ভরসা রেখেছে তার জন্য ধন্যবাদ। এবার আমরা জন্য লক্ষ্যে পৌছতে পারিনি। কিন্তু সামনের মরসুমে নিজেদের ভুল,ভ্রান্তি শুধরে চ্যাম্পিয়নের লক্ষ্যেই এগোতে চাই।”