◆ইংল্যান্ড: ২৫৯/১০ (বাটলার-৬০)
ভারত: ২৬১/৫ (পন্থ-১২৫*,হার্দিক-৭১)
৫ উইকেটে জয়ী ভারত◆
ইনসাই স্পোর্টসের প্রতিবেদন : আবার ব্যর্থ বিরাট কোহলি। একই সঙ্গে ব্যর্থ টপ অর্ডারের ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে এমন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে পর পর তিন উইকেট চলে যাওয়ায় চাপে পরে গিয়েছিল ভারত। পরে পন্থ ও পান্ডিয়া জয় এনে দেন।
এদিন, টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। শূন্য রানে জনি বেয়ারস্টো ও জো রুটকে ফিরিয়ে দিয়ে চমৎকার শুরু করেছিলেন ভারতের মহম্মদ সিরাজ। পরে জেসন রয় ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংস গোছানোর কাজ শুরু করেন। কিন্তু দলের ৬৬ রানের মাথায় জেসন রয়কে (৪১) আউট করেন হার্দিক পান্ডিয়া। পরে বেন স্টোকসকেও(২৭) পান্ডিয়া প্যাভিলিয়নে পাঠান। এরপর বাটলার ও মইন আলি ইংল্যান্ডকে টেনে নিয়ে যান। মইন আলি (৩৪), লিভিংস্টোন (২৭) রান করেন। বাটলারের (৬০) উইকেটটাও তুলে নেন সেই পান্ডিয়া। শেষের দিকে ওভারটন (৩২) ও উইলির (১৮) জন্য ইংল্যান্ড ১০ উইকেটে করে ২৫৯ রান। ভারতীয় বোলারদের মধ্যে পান্ডিয়া ৪টি উইকেট নেন। চাহাল নেন তিনটি উইকেট।
ইংল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারত শুরুতে ভেঙে পড়ে ভারত। মাত্র ৩৮ রানে তিন তিনটি উইকেট চলে যায় ভারতের পরে হাল ধরেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। ৪ উইকেটে ৭২, এই অবস্থা থেকে ভারতের ইনিংসকে টানার কাজ করেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। অবিশ্বাস্য ব্যাটিং করেন এই দুই ব্যাটার। পন্থ ও পান্ডিয়া জুটিই ভারতকে টেনে তোলে। পন্থ করেন অপরাজিত ১২৫ রান। হার্দিক পান্ডিয়া করেন ৭১ রান। মূলত এই জুটিই ভারতকে ৫ উইকেটে জয় এনে দেয়। এই জয়ের সঙ্গে সঙ্গে ২-১ ব্যবধানে একদিনের ক্রিকেটে সিরিজ জিতল ভারত।