পদত‍্যাগ করলেন এটিকে মোহনবাগান কোচ হাবাস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৮ ডিসেম্বর : ব‍্যর্থতার দায় নিয়ে আচমকা কোচের পদ থেকে পদত‍্যাগ করলেন এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও হাবাস। টানা চার ম‍্যাচে জয় নেই।
শোনা যাচ্ছে এই ব‍্যর্থতার কারণ দেখিয়ে কোচের পদ থেকে সরে গেলেন আইএসএলের দুবারের চ‍্যাম্পিয়ন স্পেনীয় কোচ হাবাস। এমনটাই এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট জানিয়েছে। তাঁর পদত‍্যাগ পত্র গ্রহণও করা হয়েছে।

বেঙ্গালুরু এফসি ম্যাচের পর কোচের পদ থেকে পদত‍্যাগ করতে চান বলে কোচ আন্তোনিও হাবাস এটিকে মোহনবাগান কর্তাদের জানান। এই নিয়ে নিজেদের মধ‍্যে বৈঠকও হয়। পরে হাবাস পদত‍্যাগ পত্র দিলে তা গ্রহণ করা হয়। নতুন কোচ নিয়োগ না হওয়া পযর্ন্ত দলের সহকারী কোচ ক্যাসালেনা প্রধান কোচের ভূমিকা পালন করবেন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here