◆ম্যাচের দুই গোলদাতা ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভুবনেশ্বরের মাঠে পঞ্জাবকে হারিয়ে জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল বাংলা। বুধবার সেমিফাইনালে পঞ্জাবকে ২-০ গোলে হারাল বাংলা। একটি করে গোল করেছ প্রদীপ মিশ্র ও তনবীর দে।
এদিন ম্যাচের শুরু থেকেই বাংলা দাপটের সঙ্গে ফুটবল খেলে। পঞ্জাবের বিরুদ্ধে মাঠ দখল করে নিয়ে দাপুটে ফুটবল খেলল কোচ অমিত ঘোষের বাংলা। আগামী শুক্রবার ফাইনালে বাংলা খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে। ফাইনালে পৌঁছেও সতর্ক টিম বাংলা। এখনই কোনও উচ্ছাসে ভাসতে নারাজ বাংলা দলের কোচ থেকে ফুটবলাররা। এখনও একটা হার্ডল বাকি। সেটা টপকাতে পারলেই চ্যাম্পিয়ন।
এদিকে গতকাল বাংলা দলের ফুটবলার মোহিত মন্ডল হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অসুস্থ ফুটবলার মোহিতের চিকিৎসা যাতে ঠিক ভাবে হয় সেই ব্যাপারে নিয়মিত খবর রাখছেন আইএফএ সচিব অনির্বান দত্ত। ইতিমধ্যে আইএফএ থেকে এক প্রতিনিধিকে ভুবনেশ্বর পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার কুশমুন্ডি গ্রামের ওয়াইএমএ ফুটবল কোচিং সেন্টারের ছাত্র। পরে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে সুযোগ পায় মোহিত। এবার প্রথমবার বাংলা দলে সুযোগ পেয়েছে মোহিত। শুক্রবার ফাইনাল ম্যাচে হাজির থাকার জন্য ব্যক্তিগতভাবে বৃহস্পতিবার ভুবনেশ্বর যাচ্ছেন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির চিফ কোচ অনন্ত ঘোষ।