◆ম্যাচের তিন গোলদাতা ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার জয়। পরপর দুই ম্যাচে জিতে ন্যাশনাল গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলার ফুটবল দল। আজ, বুধবার আমেদাবাদে গুজরাটকে ৩-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা। বাংলার হয়ে একটি করে গোল করেছেন সুরজিৎ হাঁসদা, রবি হাঁসদা ও বাসুদেব মান্ডি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পঞ্জাবকে ২-১ গোলে হারিয়ে শুরুটা ভাল করেছিল বাংলা। গ্রুপ লিগে তিনটি ম্যাচ খেলতে হবে। পর পর দুটি ম্যাচ জিতে যাওয়ায় সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করে বাংলাকে এগিয়ে দেন সুরজিৎ হাঁসদা। ৩১ মিনিটে রবি হাঁসদা ও ৬২ মিনিটে বাসুদেব মান্ডি গোল করেন। আগামী শুক্রবার গ্রুপ লিগের শেষ ম্যাচ কর্ণাটকের বিরুদ্ধে খেলবে বাংলা।