ন‍্যাশনাল গেমস◆পঞ্জাবকে ২-১ গোলে হারাল বাংলা

0

◆ম‍্যাচ খেলতে নামার আগে বাংলা দল◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: যে কোনও টুর্নামেন্টের প্রথম ম‍্যাচটা কঠিন হয় যে কোন দলের ক্ষেত্রে। সেই প্রথম ম‍্যাচে অনায়াসে জয় তুলে নিলেন বাংলার ছেলেরা। আজ, আমেদাবাদে অনুষ্ঠিত ৩৬ তম ন‍্যাশনাল গেমসের ফুটবলের প্রথম ম‍্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা ও পঞ্জাব। টুর্নামেন্টের প্রথম ম‍্যাচে বাংলা ২-১ গোলে হারাল পঞ্জাবকে। বাংলার হয়ে একটি করে গোল করেছেন নরহরি শ্রেষ্ঠ ও রবি হাঁসদা।

ফুটবলারদের অনুশীলনে নজর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর

এবারের ন‍্যাশনাল গেমসের জন‍্য বাংলা দলের কোচ করা হয়েছে অভিজ্ঞ বিশ্বজিৎ ভট্টাচার্যকে। হাতে সময় ছিল না তাঁর। খুব কম সময়ে বাংলা দল বেছে নিয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। অনুশীলনের সময়ও সেই ভাবে পাননি। তার মধ‍্যেও একটা ইতিবাচক মনোভাব নিয়ে দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন কোচ বিশ্বজিৎ।

এদিন ম‍্যাচের শুরু থেকে লড়াই করে গিয়েছেন বাংলার ছেলেরা। প্রথমার্ধে নরহরি গোল করে বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোল করেন রবি হাঁসদা। পঞ্জাব একটি গোল করে ব‍্যবধান কমালেও হেরেই তাদের মাঠ ছাড়তে হয়। বাংলার পরের দুটি ম‍্যাচ যথাক্রমে গুজরাট (৫ অক্টোবর) ও কর্ণাটকের (৭ অক্টোবর) বিরুদ্ধে। আর একটা ম‍্যাচ জিতলেই সরাসরি নক আউট পর্বে পৌঁছে যাবে বাংলা।

ম‍্যাচের শেষে সাজঘরে গিয়ে ফুটবলারদের অভিনন্দন জানাচ্ছেন বিওএ হভাপতি স্বপন ব‍্যানার্জি। সোমবার আমেদাবাদে

এদিন বাংলা দলকে উৎসাহ দিতে আমেদাবাদের মাঠে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি ও আইএফএ-এর গর্ভনিং বডির সদস‍্য স্বপন (বাবুন) ব‍্যানার্জি। তিনি বাংলার ফুটবলার ও কোচের সঙ্গে সঙ্গে দেখা করেন। ফুটবলারদের থাকা খাওয়ার কোনও সমস‍্যা হচ্ছে কিনা তাঁর খোঁজও নিয়েছেন স্বপন ব‍্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here