ভারত – ৩ (সুনীল,সুরেশ,সামাদ)
নেপাল – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, এভাবেও ফিরে আসা যায়! এবারের সাফ কাপের শুরুটা ভারতের ভাল ছিল না। সবাই ধরেই নিয়েছিল মাথা নিচু করে দেশে ফিরবে গোটা ভারতীয় দল। চাকরি যাবে কোচ স্টিমাচেরও। কিন্তু শেষ পর্বে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় ফুটবল দলের। বিশেষ করে সুনীল ছেত্রীর। শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে একাই দলকে টেনে উপরে তুলে নিয়ে গেলেন সুনীল। শনিবার রাতে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। গোলদাতা অধিনায়ক সুনীল ছেত্রী, সুরেশ সিং ও আব্দুল সাহাল সামাদ। এই নিয়ে আটবার সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত।
এবারের সাফ কাপে দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গোল করলেন এবং সতীর্থদের দিয়ে গোল করালেন ৩৭ বছরের ভারতীয় স্ট্রাইকার। বৃষ্টি ভেজা সাফ কাপের ফাইনালে ম্যাচের রাশ নিজেদের পায়ে রেখেও গোল পাওয়ার জন্য ভারতীয় দলকে আটচল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। ডানদিক থেকে প্রীতম কোটালের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ আর্ন্তজাতিক ফুটবলে দেশের জার্সিতে ৮০ তম গোল করে লিওনেল মেসিকে স্পর্শ করলেন তিনি। প্রথম গোলের একমিনিট পরেই দ্বিতীয় গোল ভারতের। গোলদাতা সুরেশ সিং। ইয়াসিরের বাড়ানো বল ধরে অসাধারণ তৎপরতায় তা জালে পাঠান সুরেশ সিং। দলের তৃতীয় গোল করেন পরিবর্ত ফুটবলার আব্দুল সাহাল সামাদ।