ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ত্রিপুরা: এই প্রথম নীলজ্যোতি ত্রিপুরা সম্মান প্রদান শুরু হল। আর প্রথম বছরেই সম্মানিত হলেন পাঁচ ক্রীড়া ব্যক্তিত্ব। আজ,রবিবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট পাঁচ ক্রীড়া ব্যক্তিত্বকে ত্রিপুরা ক্রীড়া সম্মান প্রদান করা হয়। এই পাঁচ জনের মধ্যে চারজনকে মরণোত্তর সম্মান দেওয়া হল। এঁরা হলেন দলীপ সিং, ড. রুপেন ভৌমিক, ড. অরুণাভ রায়, সমীরণ চক্রবর্তী। রঞ্জিত কুমার ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান।

এই অনুষ্ঠানেই বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব – ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের কোর্ডিনেটর সুজিত রায়কে সম্মান জানানো হয়। এই দুই ক্রীড়া ব্যক্তিত্বর হাতে পুরস্কার তুলে দেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সুভেন রাহা, ত্রিপুরার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, প্রাক্তন ফুটবলার বিমল কুমার রায় চৌধুরী, সুব্রত দেববর্মণ, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অলক ঘোষ প্রমুখ ব্যক্তিত্বরা।