ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৭ আগস্ট : ভারতের ঘরে সোনা। জ্যাভলিন থ্রো থেকে এনে দিলেন নীরজ চোপড়া। ২০০৮ বেজিং অলিম্পিকে শ্যুটার অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে সোনা এল ভারতের ঘরে। নীরজ সর্বোচ্চ জ্যাভলিন ছুড়লেন ৮৭.৫৮ মিটার ৷
যোগ্যতা নির্ণয়ের রেকর্ডকে ছাপিয়ে যান নীরজ ৷ ছোড়েন ৮৭.০৩ মিটার ৷ নিজের দ্বিতীয় থ্রো-তে নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় সোনা আসছে ভারতের ঘরে।২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ। বিশ্ব অ্যথলেটিক্স জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে ৮৮.০৭ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রোর ফাইনালে যোগ্যতা অর্জনে সর্বাধিক ৮৬.৬৫ থ্রো করেন তিনি ৷ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন নীরজ ৷